New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/Dhunuchi-Main.jpg)
মায়ের বিদায়বেলায় দুঃখ থাকলেও, তাঁকে বিদায় জানানোর আগে ধুনুচি নাচে মত্ত মহিলারা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
আজ দশমী। উৎসবের ইতি। মন খারাপের শুরু। বাতাসে বিষাদের সুর। উমার কৈলাসে ফেরার পালা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ সদ্য বিবাহিতা থেকে প্রবীণা, সিদুঁর রাঙা গালে আজ সবাই দেবীরূপে অবতীর্ণা। সিঁদুর খেলার পর উত্তর কলকাতায় চলছে মহিলাদের নাচ। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ সিদুঁর খেলার পাশাপাশি চলছে ধুনুচি নাচও। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ মায়ের বিদায়বেলায় দুঃখ থাকলেও, তাঁকে বিদায় জানানোর আগে ধুনুচি নাচে মত্ত মহিলারা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী আগামী চারদিন অর্থাৎ ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে। ঘাটগুলিতে কোভিড বিধি মেনে প্রস্তুতি সম্পন্ন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক কলকাতা পুলিশ ও পুরসভা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জনের আগে উত্তর কলকাতার একটি পুজোয় চলছে তুমুল ধুনুচি নাচ। মহিলারাই এখানে ধুনুচি নেচে মাত করছেন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ শুধু মহিলারা নয়, পুরুষরাও ধুনুচি নাচে শামিল হয়েছেন। ঢাকের তালে ধুনুচি নিয়ে নাচছেন এক যুবক। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ মহানন্দে কেটে গেল পুজোর চারটে দিন। দশমী মানেই হরষ বদলে যায় বিষাদে। মাকে বিদায় দেওয়ার সময়। দুঃখ ভুলে আসছে বছর আবার হবে-র অঙ্গীকার নিয়ে নাচছেন সব বয়সের মহিলারা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ