সন্তোষ মিত্র স্কোয়্যার
২০২২ সালে লালকেল্লা তারপর ২০২৩ মানে গত বছর অযোধ্যার রামমন্দির। দুই থিমেই বাজিমাত করা সন্তোষ মিত্র স্কোয়্যারের এবারের থিম লাস ভেগাস। ৮৯তম বছরে আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্ফিয়ারের অনুকরণে আশ্চর্য্য় আলোর গোলকের আদলে পুজো মণ্ডপ।
সন্তোষ মিত্র স্কোয়্যার
যদিও প্রতিমা সাবেকি। আশ্চর্য গোলক বা স্ফিয়ারের ভিতরে পর্দায় ফুটে উঠছে দুর্গাকাহিনী। সেই দৃশ্য দেখলে মনে হবে সায়েন্স সিটির গ্লোব থিয়েটারে বসে স্পেস ওডিসি দেখছেন।
রাজডাঙা নব উদয় সংঘ
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো রাজডাঙা নব উদয় সংঘ। এবছর তাদের ভাবনা- ভারসাম্য।
রাজডাঙা নব উদয় সংঘ
থিমমেকার মলয়-শুভময় জুটি এবারের ভাবনার নেপথ্য কারিগর। নাগরিক জীবনে ভারসাম্য রক্ষার বার্তা দিয়েছে এই ভাবনা।
কাশী বোস লেন সর্বজনীন
রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো। এই ভাবনার নেপথ্যে রয়েছে বাংলার সোনার ইতিহাস।
কাশী বোস লেন সর্বজনীন
এবছর তাদের থিম রত্নগর্ভা। পুজোয় রত্নগর্ভা নারীদের কথা তুলে এনেছে কাশী বোস লেনের পুজো। শিল্পী রিন্টু দাসের ভাবনায় উঠে এসেছে সমাজের রত্নগর্ভারা।
কাশী বোস লেন সর্বজনীন
কাশী বোস লেনের এবারের পুজোয় মায়ের চক্ষুদান করেছেন দৃষ্টিহীন শিশুরা। মায়ের চক্ষুদানেও অভিনবত্বের ছোঁয়া।
হিন্দুস্তান পার্ক সর্বজনীন
দক্ষিণের জনপ্রিয় পুজো হিন্দুস্তান পার্কের এবারের থিম- ‘কল্পঋতুর গল্পগাথা’। শান্তির বার্তা নিয়ে শ্বেতশুভ্র দুর্গার মর্তে আগমন।
হিন্দুস্তান পার্ক সর্বজনীন
এক কাল্পনিক ঋতুতে মা দুর্গার আগমন হবে, যে ঋতুতে কোনও হানাহানি নেই। শুধুই আনন্দ, হাসি। থিমশিল্পী জুটি মলয়-শুভময় এই ভাবনার নেপথ্য কারিগর।
চেতলা অগ্রণী
দক্ষিণের আরও এক জনপ্রিয় পুজো চেতলা অগ্রণী। এবছর তাদের থিম- কাশী-বারাণসী।
চেতলা অগ্রণী
এবছর ভাবনায় শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের অন্য়তম প্রাচীন জনপদ কাশী-বারাণসী। সেই কাশীর আদি-অনন্ত রূপকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন শিল্পী।
চেতলা অগ্রণী
কাশী দেবাদিদেব মহাদেবের তীর্থস্থান। কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শনে লাখো ভক্তের সমাগম হয় এখানে। কাশীর গঙ্গার ঘাটগুলিকে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে।
চেতলা অগ্রণী
মণ্ডপে চলবে গঙ্গারতি। থিমের মাধ্যমে গঙ্গা দূষণ রোধেরও বার্তা দিয়েছেন শিল্পী।