কলকাতা Photos পুজোর আমেজ শহরে, হেরিটেজ স্বীকৃতির মিছিলে রঙিন কলকাতা পুজোর আনন্দে মাতোয়ারা শহর থেকে গ্রাম, মা দুর্গার আগমনে আকাশে বাতাসে খুশির আমেজ। UNESCOকে ধন্যবাদ জানিয়ে শুরু হল প্রাণের উৎসব। Written by Anurupa Chakraborty পুজোর আনন্দে মাতোয়ারা শহর থেকে গ্রাম, মা দুর্গার আগমনে আকাশে বাতাসে খুশির আমেজ। UNESCOকে ধন্যবাদ জানিয়ে শুরু হল প্রাণের উৎসব। Anurupa Chakraborty 01 Sep 2022 17:28 IST Follow Us New Update ঢাকের বাদ্যি বেজে গিয়েছে, আকাশে বাতাসে শারদীয়া সুর। মা আসতে আর দেরি নেই। এবছর বিরাট সেলিব্রেশনের সূচনা হল আজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ থেকেই পুজো শুরু বঙ্গে। ( এক্সপ্রেস ফটো- শশী ঘোষ ) UNESCO-কে ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রী। র্যালি জুরে সাবেকি এবং আধুনিকতার ছোঁয়া। উপস্থিত ছিলেন অনেকেই। কলকাতার টানা রিক্সা করে এলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা, দূরে দেখা যাচ্ছে নেতাজীকে। বগাঙ্গালির প্রাণের অনুষ্ঠানে তাঁরা থাকবেন না এ আবার হয়? ( এক্সপ্রেস ফটো- শশী ঘোষ ) মা আসছেন আর কিছুদিন পর। তাঁকে স্বাগত জানাতে তইরি গোটা রাজ্য। বিশ্বদরবারে দুরগাপুজো, মৃন্ময়ী যেন চিন্ময়ী - কুমোরটুলিতেও মাটির প্রলেপ শুকিয়ে রঙের প্রলেপ লেগেছে। ( এক্সপ্রেস ফটো- শশী ঘোষ ) সাজোসাজো রব শহর জুড়ে! বাংলার নানা প্রান্তে একটাই রব, বলো বলো দুগ্গা এল। ( এক্সপ্রেস ফটো- শশী ঘোষ ) কালারফুল জামাকাপড় পরে পুজো উদ্যোক্থারা মিছিল করবেন। কালো নয়, ছাতাও কালারফুল হতে হবে বলে আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেলেও তাই। ( এক্সপ্রেস ফটো- শশী ঘোষ ) একমাস ধরে পুজো উদযাপন। কাশফুলে ছেয়ে গেছে বন। এদিকে মা দুর্গার আগমনে খুশির আমেজ মানুষের মনে। পরনে হলুদ শাড়ি, মা দুর্গা তৈরি বাপের বাড়ি আসতে। ( এক্সপ্রেস ফটো- শশী ঘোষ ) ২০১০ সালেছৌ নাচ পেয়েছিল UNESCO-র হেরিটেজ তকমা। গ্রাম বাংলার অন্যতম প্রসিদ্ধ এই নাচ। এবার দুর্গাপুজোর আনন্দে সামিল হলেন তারাও। ( এক্সপ্রেস ফটো- শশী ঘোষ ) শুধু তিলোত্তমা নয়, জেলাস্তরেও একই সময়ে মিছিল হয়। নবান্নের গাইডলাইন মোতাবেক পদযাত্রায় দেখা গেল মহিলাদের। নাচে গানে সামিল হলেন তারাও। ( এক্সপ্রেস ফটো- শশী ঘোষ ) উলু-শঙ্খধ্বনিতে উৎসবের আমেজ। পুজো বলে কথা। নাচের ছন্দে জেগে উঠেছে তিলোত্তমার অলিগলি। ( এক্সপ্রেস ফটো- শশী ঘোষ ) kolkata news Kolkata Durga PUja durga puja 2022 Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন