কলকাতায় নয়া মেট্রো। চালু হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। শুক্রবার থেকেই এই মেট্রোয় চড়তে পারবেন যাত্রী সাধারণ। ছবি: পার্থ পাল।
প্রাথমিক পর্যায়ে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো। ছবি: পার্থ পাল।
ছয় কিলোমিটার দীর্ঘ নয়া এই মেট্রো লাইনে থাকছে ছয়টি স্টেশন, যথাক্রমে- সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম।
ঝাঁ চকচকে সেন্ট্রাল পার্ক স্টেশন। ছবি: ফেসবুক।
প্ল্যাটফর্মে দুর্ঘটনা এড়াতে বিশেষ স্ক্রিন ডোর, প্রতি কামরায় ডিসপ্লে বোর্ড ও চারটি সিসি ক্যামেরা,বয়স্ক এবং অশক্ত যাত্রীদের জন্য প্রতি স্টেশনে একাধিক লিফট এবং এসক্যালেটর। ছবি: ফেসবুক।
প্রত্যেক স্টেশনে থাকছে সুইস সংস্থার বড় ঘড়ি, স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন, প্রতি কামরায় থাকছে ডিসপ্লে বোর্ড ও চারটি সিসি ক্যামেরা।