New Update
ফটোগ্রাফাররা তখন 'ফটো বাবু', মরা মানুষের ছবি তুলেই শুরু কুঞ্জবিহারীর স্টুডিও
এই দেশে তখন ব্রিটিশরাজ চলছে। ফটোগ্রাফির রেওয়াজ শুরু হল সাহেবদের হাত ধরে। এই দেশের মানুষ ছবি তোলাকে খুব একটা ভাল চোখে দেখত না। ছবি তুললেই নাকি মরে যাবে এমনটাই ধারণা ছিল। এই ভয়ে ছবি তুলতে সাহস পেত না সে সময়ের মানুষ।
Advertisment