Advertisment

প্রেসিডেন্সির দেওয়াল এখন এ যুগের ব্যাঙ্কসিদের দখলে

নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা গ্রাফিতি শিল্পী ব্যাঙ্কসি জগৎবিখ্যাত হন তাঁর আঁকার জন্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই তাঁর প্রভাব ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।

author-image
IE Bangla Web Desk
New Update
Graffiti, গ্রাফিতি, protest, ক্যানভাস, presidency, প্রেসিডেন্সি কলেজ, political Graffiti, রাজনৈতিক গ্রাফিতি, government, কলকাতার দেওয়াল, paint Graffiti, গ্রাফিতির শহর, Kolkata wall Graffiti, কলকাতার দেওয়ালে আঁকা ছবি, graffiti history, গ্রাফিতির ইতিহাস, Modern graffiti, নতুন প্রজন্ম, Street and Graffiti Art

নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা গ্রাফিতি শিল্পী ব্যাঙ্কসি জগৎবিখ্যাত হয়েছেন তাঁর আঁকার জন্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই তাঁর প্রভাব ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। তাঁরই দেখানো পথেই এখন হাঁটছে বর্তমান প্রজন্ম। এক্সপ্রেস ফোটো - শশী ঘোষ

kolkata Presidency University
Advertisment