
দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহে জেরবার সাধারণ মানুষ। সকাল থেকেই গরমে হাঁসফাঁস অবস্থা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

ঝড়বৃষ্টির মাধ্যমে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাইছে আম জনতা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পরশু অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোম এবং মঙ্গলবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার ফলে তীব্র গরম থেকে রেহাই মিলতে পারে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

আজ, বুধবার এবং আগামিকাল বৃহস্পতিবার তাপপ্রবাহ থেকে রক্ষে নেই বঙ্গবাসীর। গরম মারকাটারি ব্যাটিং করতে পারে। পশ্চিমের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা তাপপ্রবাহ চলতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের উপ অধিকর্তা (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয়বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

শুক্রবার থেকে পরিস্থিতি বদলাতে পারে। ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। ২ মে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

তিনি জানিয়েছেন, দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে এমনটা নয়। কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

এদিকে, দক্ষিণবঙ্গে চাতকের দশা হলেও উত্তরে দিব্যি সুপ্রসন্ন বরুণদেব। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় গতকাল সন্ধের পর ভাল বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ