New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Hijab-Main.jpg)
হিজাব কাণ্ডের প্রতিবাদে কলকাতায় শুক্রবার বিক্ষোভ মিছিল বের করেন পড়ুয়ারা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
কর্ণাটকের হিজাব বিতর্কের ঝড় আছড়ে পড়েছে গোটা দেশে। বাংলাতেও তার আঁচ পড়েছে। বুধবার থেকে লাগাতার আন্দোলনে নেমেছেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ শুক্রবার কলকাতায় হিজাব কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন পড়ুয়ারা। তাঁদের দাবি, হিজাব ব্যক্তিগত পছন্দের পোশাক। তা পরতে আটকাতে পারে না কেউ। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ হিজাব বিতর্কের আঁচ পড়েছে রাজনীতিতেও। শুক্রবার কংগ্রেস কর্মী-সমর্থকরা হিজাবের সমর্থনে রাজভবনের সামনে বিক্ষোভ দেখান। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ কংগ্রেসের দাবি, সরকার কোনও মহিলাকে তাঁর পছন্দের পোশাক পরতে বাধা দিতে পারে না। চুরিদার পরবেন না হিজাব পরবেন, তা একান্তই মহিলাদের ব্যক্তিগত পছন্দের বিষয়। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ সন্ধেবেলায় ধর্মতলায় মুসলিম মহিলাদের হিজাব সমর্থনে মৌনমিছিল। সংবিধানের অনুচ্ছেদ ২৫ অনুযায়ী তাঁদের দাবি, শরীর ঢাকার অধিকার রয়েছে মহিলাদের। এক্সপ্রেস ফটো- পার্থ পাল 'হিজাব- আমার পছন্দ, আমার অধিকার', এই স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণ মিছল করেন মহিলারা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল এদিন মোমবাতি নিয়ে মৌনমিছিল করেন মুসলিম মহিলারা। কর্ণাটকের হিজাব বিতর্কের আঁচ এখন গোটা দেশে। বাংলার মহিলারাও হিজাবের সমর্থনে পথে নেমেছেন। এক্সপ্রেস ফটো- পার্থ পাল মৌনমিছিলের সময়ে মহিলাদের হাতে ছিল মোমবাতি, প্ল্যাকার্ড এবং ভারতের জাতীয় পতাকা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল