কলকাতা Kolkata-News দোলের আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী, ছবিতে ছবিতে দেখুন রঙের উৎসব ছোট থেকে বড় আট থেকে আশি, সবাই মেতেছে রঙের উৎসবে।Written byIE Bangla Web Deskছোট থেকে বড় আট থেকে আশি, সবাই মেতেছে রঙের উৎসবে। IE Bangla Web Desk 18 Mar 2022 15:38 IST Follow UsNew Updateরং যেন মোর মর্মে লাগে... প্রিয়জনকে কি এই কথাই বলছেন দুজনে? এক্সপ্রেস ফটো- শশী ঘোষকরোনাতঙ্ক কাটিয়ে ২ বছর পর ফের পুরনো ছন্দে বঙ্গবাসীর দোল উৎসব। এক্সপ্রেস ফটো- শশী ঘোষছোট থেকে বড় আট থেকে আশি, সবাই মেতেছে রঙের উৎসবে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষকলকাতার বড়বাজারে এবার দোল উপলক্ষে কচিকাঁচারা বেশ মজা করেছে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষবাংলায় করোনার দাপট এখন স্তিমিত। সংক্রমণের বাড়বাড়ন্তও নেই। এই পরিস্থিতিতে বহুদিন পর রঙের উৎসবে মেতে উঠলেন সবাই। এক্সপ্রেস ফটো- শশী ঘোষএবার করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় দোলের বাজার বেশ ভাল গেছে ব্যবসায়ীদের। অনেক মানুষ রং-আবির কিনেছেন। বাহারি মুখোশেও ছয়লাপ সর্বত্র। এক্সপ্রেস ফটো- শশী ঘোষকলকাতার বড়বাজারে হিন্দিভাষী মহিলারা জমিয়ে হোলি খেলেছেন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষরঙের উৎসবে ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এক্সপ্রেস ফটো- শশী ঘোষদোল উপলক্ষে রাজ্য সরকার শুক্রবার কোভিড বিধিনিষেদ শিথিল করেছে। যাতে মানুষ করোনাতঙ্ক সরিয়ে রঙের উৎসবে মাততে পারেন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষলাল, নীল, কমলা, হলুদ, সবুজ, বেগুনি, সব রঙের মুখ আজ চোখে পড়েছে রাস্তাঘাটে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষরং যেন মোর মর্মে লাগে... প্রিয়জনকে কি এই কথাই বলছেন দুজনে? এক্সপ্রেস ফটো- শশী ঘোষ Holi 2022 Dol Utsav 2022 Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হনএখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন