
করোনাতঙ্ক কাটিয়ে ২ বছর পর ফের পুরনো ছন্দে বঙ্গবাসীর দোল উৎসব। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

ছোট থেকে বড় আট থেকে আশি, সবাই মেতেছে রঙের উৎসবে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

কলকাতার বড়বাজারে এবার দোল উপলক্ষে কচিকাঁচারা বেশ মজা করেছে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

বাংলায় করোনার দাপট এখন স্তিমিত। সংক্রমণের বাড়বাড়ন্তও নেই। এই পরিস্থিতিতে বহুদিন পর রঙের উৎসবে মেতে উঠলেন সবাই। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

এবার করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় দোলের বাজার বেশ ভাল গেছে ব্যবসায়ীদের। অনেক মানুষ রং-আবির কিনেছেন। বাহারি মুখোশেও ছয়লাপ সর্বত্র। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

কলকাতার বড়বাজারে হিন্দিভাষী মহিলারা জমিয়ে হোলি খেলেছেন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

রঙের উৎসবে ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

দোল উপলক্ষে রাজ্য সরকার শুক্রবার কোভিড বিধিনিষেদ শিথিল করেছে। যাতে মানুষ করোনাতঙ্ক সরিয়ে রঙের উৎসবে মাততে পারেন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

লাল, নীল, কমলা, হলুদ, সবুজ, বেগুনি, সব রঙের মুখ আজ চোখে পড়েছে রাস্তাঘাটে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
