-
মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণের অতিরিক্ত বাস নেমেছে শহরের বিভিন্ন রাস্তায়। ছবি: শশী ঘোষ
-
লকডাউন চলাকালীন মঙ্গলবার থেকে সাতটি অতিরিক্ত রুটে বাস চালানো হচ্ছে। এর আগে মোট ছ'টি রুটে বাস চলছিল। ছবি: শশী ঘোষ
-
কোনও কোনও জায়গায় লকডাউন শিথিল হওয়ার ফলে কাজে যাচ্ছেন অনেকেই। মূলত তাঁদের জন্যই সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এই বাস। তবে পূর্ণ বোঝাই হয়ে নয়। ছবি: শশী ঘোষ
-
মে-র প্রথম সপ্তাহে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির হার ছিল ঊর্ধ্বমুখী। তবে, এপ্রিল ১৩ থেকে মে মাসের ১০ তারিখ পর্যন্ত ভারতে সংক্রমণের হার ১.২৩ শতাংশ। ছবি: শশী ঘোষ
-
বাসে যাতে সামাজিক দূরত্ব-বিধি মেনেই বসেন যাত্রীরা, তা নিশ্চিত করছেন এক পুলিশকর্মী। ছবি: শশী ঘোষ
সামনের সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে রাস্তায় নামছে বাস ও মিনিবাস। জেলার সঙ্গে কলকাতাতেও গণপরিবহণ চালু হতে চলেছে। মহানগরে বাস ও মিনিবাস মিলিয়ে প্রায় ৪,৮০০ গাড়ি পথে নামবে। ছবি: শশী ঘোষ -
হাওড়া স্টেশনে চলছে এক যাত্রীর স্ক্রিনিং। মঙ্গলবার, ১২ মে থেকে সারা দেশে সীমিত পরিসরে চালু হয়েছে দূরপাল্লার ট্রেন। ছবি: শশী ঘোষ
-
করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে বন্ধ হয়েছিল রেল পরিষেবা। প্রায় ৫০ দিন দেশের এই সর্ববৃহৎ যোগাযোগ পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে ধীরে ধীরে চালু করা হচ্ছে। ছবি: শশী ঘোষ
-
হাওড়া স্টেশনে অপেক্ষারত মালবাহক। নয়া দিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেনদরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মুম্বাই, আহমেদাবাদ এবং জম্মু তাওয়ি পর্যন্ত চলবে ট্রেন। ছবি: শশী ঘোষ
-
হাওড়া থেকে ছাড়ছে রাজধানী এক্সপ্রেস, ট্রেন ছাড়ার অপেক্ষায় যাত্রী। ছবি: শশী ঘোষ
