New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/weather-feature.jpg)
বৃষ্টিভেজা মহানগরে এক টুকরো রঙ। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
সকাল থেকেই বৃষ্টির দাপটে ভিজে একাকার মহানগরের নাগরিক জীবন। পৌষের অকাল শ্রাবণে সেই শহুরে জীবনে যেন রঙের স্পন্দন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ শুক্রবার সকাল থেকেই কালো আকাশ। ইতিউতি বারিধারায় ভিজছে মহানগর ও শহরতলি-সহ জেলা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ বাংলায় এবার শীতের ইনিংস শুরু হয়েছে একটু দেরিতে। তবে তাপমাত্রার বিষয়ে ইতিমধ্যে রেকর্ডও গড়ে ফেলেছে এবারের শীত। মনে করা হচ্ছে, বৃষ্টি থেমে গেলে ফের দ্বিতীয় ইনিংস খেলতে নামতে পারে সাধের শীত। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ গত ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়েছে ৯.৩ মিলিমিটার। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। রাতে তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ এদিন শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে হাওয়া অফিস। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ আলিপুর জানাচ্ছে, আগামী কয়েকদিন কলকাতা–সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের আমেজে ঘাটতি হবে না। বৃষ্টির পরই ফের স্বমহিমায় ফিরবে শীত। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ বৃহস্পতিবার রাত থেকেই অকাল বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ পশ্চিমী এবং পূবালী হাওয়ার দাপটেই রাজ্যের জেলাগুলিতে এমন বৃষ্টিপাত, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ