New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/Republic-Day-reharsal-Inline-Express-Photo-Shashi-GhoshRepublic-11.jpg)
দেশের এবং শহরের নিরাপত্তায় সর্বদা সজাগ এই চোখ। সে হলোই বা রিহার্সাল। ছবি: শশী ঘোষ
কুয়াশাচ্ছন্ন ভোরের কলকাতায় রেড রোডের ওপর চলছে ২০২০-র প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া। ছবি: শশী ঘোষ সাঁজোয়া গাড়ি থেকে শুরু করে পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা মহড়ায় সামিল। ছবি: শশী ঘোষ রিহার্সাল হলো সব নিয়ম মেনে, ঠিক আসল দিনের মতোই। ছবি: শশী ঘোষ বরাবরের মতোই এবারেও নজর কাড়বে কলকাতা পুলিশের ঘোড়সওয়ার বাহিনী, যা দেশের প্রাচীনতম। ছবি: শশী ঘোষ দিন? নাকি রাত? নাকি দিন-রাতের সহবাস? হেডলাইটের আলোয় আলোকিত রেড রোড। ছবি: শশী ঘোষ শনি, রবি, সোম, এই তিনদিন চলবে মহড়া, তারপর বিরতি। ছবি: শশী ঘোষ দেশের এবং শহরের নিরাপত্তায় সর্বদা সজাগ এই চোখ। সে হলোই বা রিহার্সাল। ছবি: শশী ঘোষ এ হলো যাকে বলে 'ফুল ড্রেস রিহার্সাল'। ছবি: শশী ঘোষ রিহার্সাল বলে তো আর ঢিলে দেওয়া চলে না। তাই সদাজাগ্রত এনসিসি। ছবি: শশী ঘোষ প্যারেডও বলতে পারেন, আবার অতি দক্ষ কোরিওগ্রাফিও। ছবি: শশী ঘোষ কম্যান্ডোদের দেখলেই চেনা যায়। ছবি: শশী ঘোষ ২৬ জানুয়ারি এই বর্ণাঢ্য কুচকাওয়াজ দেখতে রেড রোড ধরে শহরের বিশিষ্টদের সঙ্গে সার বেঁধে দাঁড়াবেন অসংখ্য সাধারণ কলকাতাবাসী। ছবি: শশী ঘোষ বায়ুসেনার চিরাচরিত ঝকঝকে উর্দি। ছবি: শশী ঘোষ ভালো প্যারেড করতে গেলে চাই উচ্চ পর্যায়ের শারীরিক ফিটনেস। ছবি: শশী ঘোষ ফিটনেসের পাশাপাশি চাই সম্পূর্ণ নিবেদিত প্রাণ, এবং কাজের প্রতি অসীম ভালবাসা। ছবি: শশী ঘোষ