-
সার্ধশত বর্ষে পড়ল কলকাতার ট্রাম। গত দেড়শো বছরের কলকাতার নানা বিবর্তনের সঙ্গী এই যান। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
প্রয়োজনে হোক কিংবা ঘুরে বেড়াতে, ট্রামের জুড়ি মেলা ভার। হাতে সময় থাকলে ট্রামের থেকে উপভোগ্য কিছুই নয়। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
সেই টুংটাং বেলের শব্দ, রাতের অন্ধকারে মৃদু আলো তাঁর সঙ্গে শহরের বুকের নানান নস্ট্যালজিয়া। প্রেমিক-প্রেমিকাদের মিষ্টি মুহূর্তের সাক্ষী ট্রামের শেষ বগির সিটটাও। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
ট্রাম কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
বর্তমানে দু’কামরার বদলে সুসজ্জিত আধুনিক এক কামরার ট্রাম চলছে তিলোত্তমায়। সেই ট্রামেরই এদিন ১৫০তম জন্মদিন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
গত শতকের ছয়ের দশকে ট্রাম শ্রমিকদের উত্তাল আন্দোলন ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ভাড়া বাড়ানোয় ট্রাম পোড়ানোর কাহিনী তো এখনও লোকমুখে ফেরে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
এই ট্রামের সঙ্গেই জড়িয়ে আছে কলকাতার আবেগ, শহরের ভালবাসা। ঠিক যেন চলমান নস্ট্যালজিয়া। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
যানবাহন বেড়েছে। আর সেই ভিড়েই ক্রমশ হারিয়ে যাচ্ছে পরিবেশবান্ধব ট্রাম। সার্ধশত বর্ষে তাই ট্রামের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
অনেকেই আগ্রহ হারান এর ধীরগতির জন্য। এতসময় এখন যে আর নেই। তাই তো, ব্যস্ততায় ডুব দিতে গিয়েই ট্রাম এখন লুপ্তপ্রায়। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
ট্রাম চলাচল কমেছে শহরের বুকে। শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড ট্রাম চলাচল বন্ধ মেট্রোর কাজ উপলক্ষে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
শহরের উষ্ণতম দিনে প্রেমে পড়ার সঙ্গী, দেড়শোয় পা কলকাতার ট্রামের
ট্রামের শেষ বগিটা আজও সাক্ষী হাজারো প্রেমের, শহরের রাস্তায় ঐতিহ্যের উদযাপন হল আজ…
Web Title: Kolkata tram 150th year celebration city tram decorated with love