New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/k-f-banner.jpg)
জল জমে মহানদরের সর্বত্র একই চিত্র। ছবি- শশী ঘোষ
বেলা গড়াতেই শুরু মুষলধারে বৃষ্টি। কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবল শহর। কোথাও কোমরজল তো কোথাও হাঁটু জল, কোথাও গলা, বুক পর্যন্ত। ছবি: শশী ঘোষ উত্তর থেকে দক্ষিণ মহানগরের সর্বত্র জলছবি। জলমগ্ন উত্তরে কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট, সীতারাম ঘোষ স্ট্রিট। ছবি: শশী ঘোষ জল জমে বেহালা, প্রার্ক স্ট্রিট, থিয়েটার রোড, নন্দর-রীন্দ্রসদন চত্বর, মিন্টো পার্ক, ক্যামাকস্ট্রিট, দেশপ্রিয় পার্ক, সাদার্ন অ্যাভিনিউ, গড়িয়াহাট, যাদবপুর এলাকা। ছবি: শশী ঘোষ বুধবার দুপুরের মাত্র ঘন্টা চারেকের বৃষ্টিতে কার্যত স্তব্ধ ভিআইপি রোড। যানজটে দমদম বিমানবন্দর পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে বিমানযাত্রীদের। ছবি: শশী ঘোষ প্রতি বর্ষাতেই জল থইথই অবস্থা হয় সেক্টর ফাইভের। এদিনও দুপুরে যেদিকেই চোখ গিয়েছে সেদিকেই শুধু জল আর জল। কোভিডের কারণে গণপরিবহন কম। জল জমায় তা প্রায় তলানীতে। ফলে বাড়ি ফিরতে নাজেহাল হতে হয় অফিস ফেরত কর্মীদের। ছবি: শশী ঘোষ উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। তার জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। ৬ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ছবি: শশী ঘোষ তবে, আগামিকাল অর্থাৎ ৫ অগাস্ট কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির জের কিছুটা কমবে। তবে কমলেও দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির আগাম পূর্বাভাস রয়েছে। এর জেরে নদীতে জলস্তর বৃদ্ধি পেতে পারে। নিচু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামিকাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। যদিও উত্তরের পাঁচ জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। ছবি: শশী ঘোষ