দীপাবলির মুখে নয়া উপহার পেতে চলেছে কলকাতা। শহরের রাজপথে ঘুরে বেড়াবে এবার ‘পাটরানি’। ট্রামের ঘড়ঘড় আওয়াজের সঙ্গে কলকাতার আবেগ চিরন্তন। সেই আবেগে গা ভাসিয়ে এবার নতুন ট্রাম পেতে চলেছেন শহরবাসী। যার নাম দেওয়া হয়েছে ‘পাটরানি’। ছবি: পার্থ পাল।
তবে, এ আর ৪-৫টা সাধারণ ট্রামের মতো নয়। পাটের বাহারি সামগ্রী নিয়ে শহরে দাপিয়ে বেড়াবে ‘পাটরানি’। এমনই উদ্য়োগ নিয়েছে রাজ্য়ের পরিবহণ দফতর। ছবি: পার্থ পাল।
প্রেসিডেন্সি ও দমদম সংশোধনাগারের বন্দিদের হাতে তৈরি পাটের সামগ্রী তুলে ধরা হবে এই ট্রামে। রক্ষক ফাউন্ডেশনের উদ্য়োগে ওই দুই সংশোধনাগারের বন্দিদের দিয়ে পাটের সামগ্রী তৈরি করা হয়েছে। ছবি: পার্থ পাল।
ডব্লিউবিটিসি-র ম্য়ানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুরের কথায়, ‘‘বাংলার দুই আইকন পাট ও ট্রামের সুন্দর মেলবন্ধন ঘটাবে পাটরানি’’। ছবি: পার্থ পাল।
এক আধিকারিক জানিয়েছেন, ‘‘পরিবেশবান্ধব, টেকসই ফ্য়াব্রিক পাট সম্পর্কে জনমানসে সচেতনতা বাড়ানোর লক্ষ্য়েই এমন প্রয়াস’’। ছবি: পার্থ পাল।
তবে, পাটরানিতে চড়লে শুধু যে আপনি পাটের সামগ্রী চাক্ষুষ করবেন, তা কিন্তু নয়। কলকাতার ঐতিহ্য় নিয়ে আপনি ধারাভাষ্য়কারও শুনতে পারবেন। ছবি: পার্থ পাল।
বাংলার ঐতিহ্য়শালী গানও উপভোগ করবেন যাত্রীরা। ছবি: পার্থ পাল।
এতেই শেষ নয়, ট্রামে থাকছে বিশেষ ক্য়াফে। যেখানে মিলবে স্ন্য়াকস, ফলের রস। ছবি: পার্থ পাল।
পাটরানির হাত ধরে শহরবাসী যে নস্টালজিয়ায় গা ভাসাতে পারবেন, সে ব্য়াপারে আশাবাদী কলকাতা ট্রামওয়েজের আধিকারিকরা। ছবি: পার্থ পাল।
দীপাবলির সময়ই যাত্রা শুরু করবে ‘পাটরানি’। ছবি: পার্থ পাল।