New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/banner-3.jpg)
প্লাসটিকের প্যাকেট বেঁধেই প্রতিমা চলেছে ণণ্ডপে বা বাড়িতে।
এখন আর পাহাড় প্রমাণ চাপ নেই। কিন্তু দুশ্চিন্তা কিছুতেই পিছু ছাড়ছে না। লক্ষ্মীপুজোর আগে বৃষ্টিতে সমস্যায় কুমোরটুলি। লক্ষ্ণীলাভে জন্য শেষ মূহূর্তের ব্যস্ততায় অসুর খোদ বরুণদেব। ছবি- শশী ঘোষ বেশিরভাগ লক্ষ্মীপ্রতিমাই মূলত বিক্রি হয় পুজোর দু’দিন আগে থেকে। তাই অনেকেই বেশ কিছু প্রতিমা তৈরি করে সাজিয়ে রেখেছেন। ছবি- শশী ঘোষ জোরকদমে চলছে মাটির সরার উপর লক্ষ্মীর পট আঁকার কাজও। স্যাঁত স্যাঁতে আবহাওয়ায় সেই কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। ছবি- শশী ঘোষ এর মধ্যেও চলছে প্রতিমা ক্রয়-বিক্রয়ের পালা। বৃষ্টির আঁচ থেকে সুরক্ষিত রাখতে প্যাকেট মুড়েই প্রতিমাকে নিয়েও যাওয়া হচ্ছে মণ্ডপে বা বাড়িতে। ছবি- শশী ঘোষ কথায় বলে লক্ষ্মী চঞ্চলা। তাই ধনদেবীর আরাধনায় প্রতিমাকে কোলে করে বা পরম যত্নেই বাড়ি নিয়ে যাচ্ছেন গৃহস্থ। ছবি- শশী ঘোষ দুর্গা পুজোয় ভালই ব্যবসা হয়েছে। লক্ষ্মীতেও হচ্ছে লক্ষ্মীলাভ। খুশি কুমোরটুলি। ছবি- শশী ঘোষ