New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/mamata-feature.jpg)
বৃহস্পতিবার ইলেকট্রিক স্কুটিতে সওয়ারি হয়ে নবান্নে যাত্রা করলেন মুখ্যমন্ত্রী। এদিন চালকের আসনে ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল হেলমেট পরে সওয়ার মমতা। গলায় ঝোলানো পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পোস্টার। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল সকাল সাড়ে ১১টা নাগাদ নিজের কালীঘাটের বাড়ি থেকে ফিরহাদের বাইকের পিছনে বসে রওনা হন মুখ্যমন্ত্রী। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল কনভয়ের মতো করেই ইলেকট্রিক বাইকে মমতাকে ঘিরে থাকেন নিরাপত্তারক্ষীরাও। পুরমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর গলায় ছিল প্রতিবাদী ব্যানারও। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল চার চাকা ছেড়ে দু'চাকায় সওয়ার রাজ্যের প্রধান। অফিসে যাওয়ার সময় রাষ্ট্রপ্রধানের দু'চাকায় সওয়ার হওয়ার দৃশ্য এর আগে বিদেশে দেখা গেলেও এদেশে বিশেষ চোখে পড়েনি। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল গাড়ি ছেড়ে ব্যাটারি চালিত গাড়িতেই পাড়ি দিলেন গোটা পথ। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল এদিন নবান্নে পৌঁছে মমতা জানিয়ে দেন যে আজ তিনি এই স্কুটিতে চেপেই বাড়ি ফিরবেন। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল জ্বালানির লাগামহীন দামবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পেট্রোপণ্যকে GST-এর আওতায় আনার দাবি জানান মুখ্যমন্ত্রী। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল