-
শীতের পরশ, কেক-পেস্ট্রির মজা, সান্টাক্লজের উপহার-আরও কত কী! বড়দিন মানেই পিকনিকের আনন্দ, ঘুরেবেড়ানো। যদিও, এবছর ক্রিসমাসের আনন্দে থাবা বসিয়েছে করোনাভাইরাস। তবে, ভাইরাসের চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে দিনভর উৎসবের জোয়ারে গা ভাসাল তিলোত্তমা। ছবি: শশী ঘোষ।
-
ময়দানে ঘাসের উপর বসে আপনজনদের সঙ্গে আড্ডা। সঙ্গে ঘোড়ায় চড়ার আনন্দ, বেলুন নিয়ে মজা। চিন্তা একটাই, মাস্ক নেই ওঁদের মুখে। ছবি: শশী ঘোষ।
-
দু’জনে: সেন্ট পলস ক্য়াথিড্রাল দর্শন। ছবি: শশী ঘোষ।
-
ময়দানে খুদের দৌড়। ছবি: শশী ঘোষ।
-
ভিক্টোরিয়ার সামনে দর্শনার্থীদের ভিড়। ছবি: শশী ঘোষ।
-
নাগরদোলা, ঘোড়া, খুদেদের ভিড়- চেনা মুডে ময়দান। ছবি: শশী ঘোষ।
-
বড়দিনে শহরের অন্য়তম ডেস্টিনেশন জাদুঘর। ছবি: শশী ঘোষ।
-
খুদে সান্টাক্লজ। ছবি: শশী ঘোষ।
-
সেন্ট পলস ক্য়াথিড্রালে প্রার্থনা। ছবি: শশী ঘোষ।
-
সান্টা টুপি মাথায় পরে খুদের মজা। ছবি: শশী ঘোষ।
