New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/lead-16.jpg)
মুকুল-কৈলাশ।
আটক মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়। প্রিজন ভ্যানে করে মুকুল-কৈলাশকে লালবাজারে আনা হল। লালবাজারে পুলিশের গাড়ি থেকে নামার পর মুকুল ও কৈলাশ। টালিগঞ্জ থেকে মুকুল ও কৈলাশকে আটক করে পুলিশ। সিএএ-র সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রা ঘিরে ধুন্ধুমার বাধে কলকাতায়। টালিগঞ্জে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি বাধে। কৈলাশ-মুকুলের পাশাপাশি আটক করা হয়েছে জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল-সহ একাধিক নেতা-কর্মীকে। মোট ৪৫০ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি বিজেপির। সিএএ-র সমর্থনে কৈলাশ বিজয়বর্গীয়ের নেতৃত্বে এদিন মিছিল শুরুর আগেই পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। কৈলাশ বিজয়বর্গীয় বলেন, ‘‘সিএএ-র সমর্থনে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। এখানে সিএএ-র বিরোধিতায় মিছিল করা যায়। অথচ সিএএ-র সমর্থনে মিছিল করা যায় না। মমতার রাজ্যে এটাই কী গণতন্ত্র!’’ আটক বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারও। বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন,‘‘বিপজ্জনক পরিস্থিতি, রাজ্যজুড়ে কোনও গণতন্ত্র নেই। জানি না কী পরিস্থিতি চলছে’’।