New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/Modi-in-Bengal-Cover-Photo.jpg)
'ফিরে যান মোদী' স্লোগান, পতাকায় ঢাকল শহরের রাজপথ। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দ্বিতীয় দিনে ধর্মতলায় অব্যাহত নাগরিক ও ছাত্র বিক্ষোভ। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ রবিবার ফের উত্তেজিত হয় ধর্মতলা চত্বর। শনিবারের রাতভর বিক্ষোভের পর আজও 'গো ব্যাক মোদী' স্লোগানে মত্ত ছিল ধর্মতলা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ পথে এবার নামো সাথী, পথেই হোক প্রতিবাদ। গানে গানে উঠল সেই ঝড়। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ কালো পতাকা, কালো বেলুন, ‘গো ব্যাক মোদী’, সিএএ–এনআরসি বিরোধী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ "রাস্তা বন্ধ"! কারণ, 'দেশ মেরামতের কাজ চলছে', বার্তা প্রতিবাদকারীদের। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ কলকাতা পোর্ট ট্রাস্ট-এর সার্ধ শতবর্ষের অনুষ্ঠান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তখন নেতাজি ইন্ডোরে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ 'উড়িয়ে ধ্বজা অগ্রভেদী রথে', আকাশ পথেই ফেরত যাবেন মোদী। সেই আকাশেই উড়ল বিক্ষোভের কালো পতাকা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ প্রতিবাদের ভাষায় শিল্পের ছোঁয়া। রাজপথ চিত্র। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ ধর্মতলায় জ্বলে উঠল প্রতিবাদের আগুন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ সওয়ারি হোন এই বিরোধিতায়। প্রতিবাদের ভিন্ন দৃষ্টি। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ 'ফিরে যান নরেন্দ্র মোদী' রাজপথে তখন বিক্ষোভ, মিছিল। অনুষ্ঠান শেষে দিল্লি ফিরে গেলেন মোদী। পড়ে রইল শহরের প্রতিবাদে মোড়া দুটি পৌষালি দিন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ