করোনা ভাইরাস থেকে বাঁচতে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ডাক্তার ও বিশেষজ্ঞরা। আর এই পরামর্শ ছড়িয়ে পড়ার পর শহর জুড়ে রীতিমত হাহাকার পড়েছে এই দুই ভরসার। সাধারণ স্যানিটাইজারের দাম অত্যাধিক হারে বাড়িয়ে মুনাফা লুটছে বিক্রেতারা। তাই লসাধারণ মানুষের পাশে দাঁড়াতে স্বতঃপ্রণোদিত ভাবে উদ্যোগ নিল সুরেন্দ্র নাথ কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ও ছাত্ররা।
সূত্রের খবর প্রায় কুড়ি লিটার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন তাঁরা। সুরেন্দ্রনাথ কলেজের রসায়ন বিভাগের প্রাধন হরিশ্ঙ্কর বিশ্বাস জানিয়েছেন, 'আমরা নিজেদের ল্যাবোটারীতেই এই হ্যান্ড স্যানিটাইজার বানিয়েছি'।
পাত্র, অ্যালকোহল, ও সামান্য কিছু রাসায়নিক পদার্থ কিনতে হয়েছে। এছাড়া বাকি রাসায়নিক পদার্থ কলেজের ল্যাবোটারিতেই ছিল। তা দিয়ে কলেজ ছুটির পর হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন বলে জানা গিয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'র নির্দেশিকা মেনেই এই স্যানিটাইজার তৈরি করা হয়েছে।
হ্যান্ড স্যানিটাইজারের নাম স্পর্শ।
প্রথমে এটি কলেজের মধ্যে শিক্ষক, শিক্ষা কর্মী, ও কর্মচারীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
কিন্তু পরবর্তীকালে বাজার চলতি হ্যান্ড স্যানিটাইজারের থেকে কম দামে বিক্রি করার ভাবনা চিন্তা করা হচ্ছে।