পয়গম্বরকে নিয়ে আপত্তিকর বক্তব্যের জের। আঁচ পড়ল কলকাতাতেও। জুম্মার নমাজের পর পার্ক সার্কাসে বিজেপি নেত্রী নূপুর শর্মা, নবীন জিন্দালের বিরুদ্ধে বিক্ষোভ শুরু দেখান বহু মানুষ। ছবি- পার্থ পালবিক্ষোভ থেকে বহিষ্কৃত দুই বিজেপি নেতা, নেত্রীর গ্রেফতার দাবি করা হয়। ছবি- পার্থ পালঅভিযুক্তদের কুশপুত্তলিকা দাহ করা হয়। ছবি- পার্থ পালবিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার পার্ক সার্কাস অঞ্চল। শহরজুড়ে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। ছবি- পার্থ পালশুধু শহর কলকাতা নয়। পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে হাওড়াজুড়ে তাণ্ডব চলেছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও ধুলাগড়, সলব, উলুবেড়িয়া রণক্ষেত্র হয়েছে। পুলিশের গাড়িতে আগুন, ইঁটবৃষ্টি, পাথর ছোড়া থেকে পুলিশের কিয়স্কে ভাঙচুরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ছবি- পার্থ পালমুখ্যমন্ত্রীর অবরোধ আন্দোলন না করার আর্জিতেও কাজ হয়নি তা এ দিনের ঘটনায় প্রমাণিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানোর দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবস্থান মোকাবিলায় হাওড়ার ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন। ছবি- পার্থ পাল