-
সংক্রান্তির হাড়কাঁপানো ঠাণ্ডার বদলে শহরবাসীর জুটল মুষলধারে বৃষ্টি। সঙ্গী ঝোড়ো হাওয়া। মঙ্গলবার বিকেলের পর থেকেই আকাশ কালো করে আসে। সন্ধ্যা গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতায়। ভিজেছে হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলিও। ছবি: পার্থ পাল
-
পশ্চিমী ঝঞ্ঝার জন্যই এই বর্ষণ। পশ্চিমী ঝঞ্ঝাটি পশ্চিম থেকে ক্রমশ পূর্বদিকে সরছে। ফলে রাজ্যে বৃষ্টি হচ্ছে। আাগামী দিন দুয়েক রাতের দিকে পারদ সামান্য কমবে। কিন্তু স্থায়ীভাবে জাঁকিয়ে ঠান্ডা প্রত্যাবর্তনের আশ্বাস শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। ছবি: পার্থ পাল
-
মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে শিলাবৃষ্টির সম্ভাবনা। ১২ তারিখ বুধবার কিছুটা বাড়বে বৃষ্টিপাত। এক্ষেত্রে ১৩ এবং ১৪ জানুয়ারি থেকে ধীরে ধীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ কমতে শুরু করবে। ছবি: পার্থ পাল
-
১৬ জানুয়ারি থেকে ফের আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। মাঘের প্রথম সপ্তাহে ফের তাপমাত্রা কমতে পারে। ছবি: পার্থ পাল
-
মঙ্গলবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার থেকে উত্তরের জেলাগুলিতে অবশ্য বৃষ্টিপাত কমবে। দক্ষিণের মতোই উত্তরের জেলাগুলিতেও শীত উধাও। রাতের উষ্ণতা একধাক্কায় কিছুটা বেড়েছে। ছবি: পার্থ পাল
