-
আজ, বৃহস্পতিবার কলকাতা শহরজুড়ে পালিত হচ্ছে রাম নবমী। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
হিন্দু ধর্মগ্রন্থ এবং প্রাচীন পুরাণ অনুযায়ী, বিশ্ব সংসারের পালক হলেন ভগবান শ্রী বিষ্ণু। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
যুগে যুগে শ্রীবিষ্ণু বিভিন্ন অবতার বা রূপে অবতীর্ণ হয়েছে। তাঁরই একটি অবতার শ্রীরাম। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
বিষ্ণুপুরাণ এবং রামায়ণ অনুযায়ী, ত্রেতা যুগে বিষ্ণুর অবতার শ্রীরাম অযোধ্যারাজ দশরথের স্ত্রী সুমিত্রার গর্ভ জন্ম নেন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
রামের জন্মদিবসকে তাই হিন্দুরা রাম নবমী রূপে পালন করে থাকেন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
চৈত্র মাসের নবমী তিথিতে পালিত হয় রাম নবমী। এই সময় আবার নবরাত্রি পালন করেন হিন্দুরা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
অশুভকে বিনাশ করে শুভর প্রতিষ্ঠার লক্ষ্যে এই রাম নবমী তিথি পালিত হয়। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনটি মহা ধুমধামে পালন করেন। পবিত্র এই দিনে মিছিল বের করেন রামভক্তরা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
এদিন কলকাতায় বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন রাম নবমীর মিছিল বের করে। মিছিলে অস্ত্র নিয়ে শোভাযাত্রা করেন রামভক্তরা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
