
ফের পশ্চিমী ঝঞ্জার জের। ভরা মাঘে আবারও ভিজল কলকাতা। বেলা গড়াতেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের শুরু। ছবি-শশী ঘোষ

হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্র ও শনিবার রাজ্যের ১৪টি জেলায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলিতে ভারী বৃষ্টি হবে। যার রেশ বজায় থাকবে শনিবারও। ছবি-শশী ঘোষ

ভিজবে কলকাতাও। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মাটি হওয়ার জোগাড়। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার বেলা যত গড়াবে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। ছবি-শশী ঘোষ

বৃষ্টি পূর্বাভাস থাকলেও দমতে রাজি নয় বাঙালি। বিভিন্ন জায়গায় চলছে সরস্বতী মূর্তির কেনাবেচা। ছবি-শশী ঘোষ

তবে পুজোর বাজারে চোখ রাঙাচ্ছে আগুন দাম। ফল থেকে সবজি সবকিছুরই চড়া দাম। বিশেষ করে আঙুর, আপেল, বেগুন ,কপির দাম দেখে ক্রেতাদের মাথায় হাত। ছবি-শশী ঘোষ

খরিদ্দার নেই বাজারে। অধিকাংশ ব্যবসায়ীর বক্তব্য বৃষ্টির জন্যে জিনিসের দাম আরও বাড়বে। ছবি-শশী ঘোষ