-
নয়া নাগরিকত্ব আইন নিয়ে কলকাতার সিএএ বিরোধী মঞ্চকে আরও দৃঢ় করতে শুক্রবার পার্কসার্কাসে এলেন 'শাহিনবাগের দাদি' বিলকিস বানু। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
-
শুক্রবার পার্কসার্কাসের সিএএ বিরোধী একটি জনসভাও করে ভারতীয় সেক্যুলার কাউন্সিল। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
-
এদিন 'শাহিনবাগের দাদি'কে দেখার জন্য পার্কসার্কাসে ভিড় ছিল চোখে পড়ার মতো। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
-
এদিন জনসভায় আসেন মহাত্মা গান্ধির নাতি তুষার গান্ধি, সংবিধান প্রণেতা বাবা সাহেব ড: ভীমরাও আম্বেদকরের নাতি রাজরত্ন আম্বেদকর। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
-
সিএএ বিরোধী আন্দোলনে শাহিনবাগ দেশকে নতুন দিশা দেখিয়েছে। সেই আদলেই পার্কসার্কাসে বিক্ষোভ গড়ে উঠেছে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
-
সেই বিক্ষোভকে আরও জোরদার করতে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
-
শাহিনবাগের আন্দোলনের অন্যতম মুখ এই বৃদ্ধাই ছিলেন আজকের আন্দোলন মঞ্চের অন্যতম মুখ। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
-
কলকাতাতে পার্কসার্কাসে আন্দোলনরত কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের এই আন্দোলন জারি রাখতে উৎসাহও যোগান 'শাহিনবাগের দাদি'। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
-
শীত সংসার উপেক্ষা করে মহিলারা আন্দোলনের জন্য পার্ক সার্কাসে যারা দিন কাটাচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানোর বার্তাও দেন বিলকিস বানু। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
-
বিলকিস বানুকে দেখে চওড়া হাসি ফুটে ওঠে আন্দোলনরত মহিলাদের মুখে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
