-
তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
-
কিন্তু, তিনিও আসেননি। সূত্রের খবর, কোভিড পরিস্থিতে আইপিএল বন্ধ হলেও কলকাতাতেই রয়েছেন সৌরভ। তাহলে কেন মহারাজ এলেন না? তা নিয়ে জল্পনা তুঙ্গে।
-
আমন্ত্রণ করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও। কিন্তু দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে প্রায় শয্যাশায়ী বুদ্ধবাবু। এবার ভোটও দিতে য়াননি তিনি। তাই শপথ অনুষ্ঠানে তাঁর না আসা একপ্রকার নিশ্চিতই ছিল।
-
আমন্ত্রণ পেয়েও যোগদেননি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
-
কংগ্রেসের তরফে আমন্ত্রণ পেয়েছিলেন প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরী ও আবদুল মান্নান। কিন্তু কেবল প্রদীপ ভট্টাচার্য ছাড়া এদিনের অনুষ্ঠানে কংগ্রেসের বাকি দুই নেতা হাজির হননি।
-
শপথগ্রহণ অনুষ্ঠানে ডাক পেয়েও যাননি না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও গতবার বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা। এঁরা দু’জনেই মমতার শপথ অনুষ্ঠান বয়কট করেন।
-
কী কারণে বয়কট? দিলীপ ঘোয় জানিয়েছেন, বাংলায় ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, বাড়িছাড়া হচ্ছেন গেরুয়া দলের কর্মীরা। তৃণমূল এই হামলা করছে। তাঁর কথায়, ‘ভোটের পর আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। সেই কারণেই শপথ অনুষ্ঠানে গেলাম না।’
জল্পনা উস্কে ‘দিদি’র শপথে অনুপস্থিত ‘দাদা’, আমন্ত্রিতদের মধ্যে আর কারা কারা গড়হাজির?
কোভিড পরিস্থিতে আইপিএল বন্ধ হলেও কলকাতাতেই রয়েছেন সৌরভ। তাহলে কেন মহারাজ এলেন না?
Web Title: Sourav gangully avoided mamata s swearing in ceremony dilip ghosh adhir cowdhury biman bose also absent