-
শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর গোলপার্কের ফ্ল্যাটে বিশেষ আয়োজন করলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
-
আজ বৃহস্পতিবার প্রাক্তন মেয়র এবং মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিন। ৫৮ বছর হল শোভনবাবুর। জন্মদিনের খুশির মেজাজে পরিবারের সঙ্গে।
-
ভালবেসে শোভনের গালে চুমু এঁকে দিয়েছেন বৈশাখী। লাজুক হেসে ছবি তুলেছেন শোভনও।
-
কেক কাটা, মিষ্টিমুখ তো ছিলই, তা ছাড়া বৈশাখী এবং তাঁর মেয়ের কাছ থেকে সারপ্রাইজ গিফটও পেয়েছেন তিনি।
-
শোভনের জন্মদিনের ছবিগুলি ফেসবুকে পোস্ট করেছেন বৈশাখী। আদরে-সোহাগে শোভনের জন্মদিন পালন করেছেন তাঁর বান্ধবী।
-
ছবি শেয়ার করে ক্যাপশনে বৈশাখী লিখেছেন, Happy Birthday my lifeline. অনেকেই ছবিতে শোভনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
