New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Newtown-Rabindra-titrha-Subway.jpg)
কলকাতা 'সিটি অফ জয়'। আনন্দের শহর ভালোবাসার শহর। শিল্প ও সংস্কৃতির পীঠস্থান। এই শহর যখন সুযোগ পেয়েছে তখনই নিজের শিল্প সত্ত্বাকে প্রদর্শনে ব্যর্থ হয়নি। এবারও তাঁর থেকে ব্যতিক্রমী নয়। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
কলকাতা 'সিটি অফ জয়'। আনন্দের শহর, ভালবাসার শহর। শিল্প ও সংস্কৃতির পীঠস্থান। এই শহর যখন সুযোগ পেয়েছে তখনই নিজের শিল্প স্বত্ত্বাকে প্রদর্শনে ব্যর্থ হয়নি। এবারও তার থেকে ব্যতিক্রমী নয়। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ নিউটাউনের বিশ্ববাংলা গেটের কাছে রবীন্দ্র তীর্থের সামনে নবনির্মিত সাবওয়ে দেখলে তা প্রমাণ হয়ে যায়। যার একপাশের দেওয়াল জুড়ে রয়েছে ম্যুরাল আর্ট ওয়ার্ক। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ এরকম অভিনব সাবওয়ে কলকাতায় সম্ভবত আর একটিও নেই। ১০ জন শিল্পী ২৪০ ফুট লম্বা প্রসারিত দেওয়াল জুড়ে ফুটিয়ে তুলেছে কলকাতার সব আইকনিক ছবি। দুর্গা, হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ, ইলিশ-চিংড়ি। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ সাবওয়ে দিয়ে হেঁটে যাওয়ার সময় ছবিগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। কলকাতা শহরে অনেক সাবওয়ে রয়েছে। কিন্তু সেগুলো পরিচর্যার অভাবে অনেকটাই নোংরা বা অন্ধকার। এর ফলে অনেক পথচারী এই সাবওয়ে এড়িয়ে চলতে পছন্দ করেন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ তবে সাবওয়ে ব্যবহার করে রাস্তা পারাপার করা নিরাপদ, তা নিয়ে কেউ দ্বিমত জানাবেন না। শিল্পী সায়ন মুখোপাধ্যায় জানিয়েছেন, "হিডকোর এমডি দেবাশিস সেনের কাছে আমরা প্রস্তাব দিয়েছিলাম। এরপর উনি যখন এই লম্বা সাবওয়েটি আমাদের দেখান তখন এটি দেখতে কেমন ফাঁকা আর বিরক্তিকর লাগছিল। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ এরপর কিছু স্কেচ করে যখন দেখাই দেবাশিসবাবু তাতে সম্মতি জানান। তিনি নিজেই দেওয়ালজুড়ে কলকাতার আইকনিক ছবি দিয়ে সাজাতে বলেন।" ম্যুরাল আর্ট ওয়ার্ক এবং আলো ঝলমলে এই সাবওয়েতে কিছু দোকানও করা হবে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ এছাড়াও থাকছে চলমান সিঁড়ির সুবিধা এমনটাই জানিয়েছেন, হিডকো কর্তা। পথচারীদের আরও আকর্ষিত করতেই এমন উদ্যোগ। পুরোদমে সাবওয়ে তৈরির কাজ চলছে। আগামী মাসের শুরুর দিকে এটি চালু করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ রাজারহাট-নিউটাউনের নারকেলবাগান মোড় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মোড়। অফিস টাইমে রাস্তা পারাপার করা দুর্বিসহ হয়ে পড়ে। তাই নিত্যযাত্রী ও পর্যটকদের কথা মাথায় রেখে এখানে তৈরি করা হয়েছে ভূগর্ভস্থ পথ। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ এই ভূগর্ভস্থ পথ দিয়ে হিডকো ভবনের দিক থেকে সোজা পৌঁছে যাবেন বিশ্ব বাংলা গেটের কাউন্টারে। রাস্তা পারাপারে কোনও ঝক্কি নেই, মনোরম দৃশ্যের সাবওয়ে দিয়ে যাওয়ার সময় আপনি দাঁড়িয়ে তুলে ফেলতে পারেন সেলফিও। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ