বর্তমানে ছোট গাড়ি যাতায়াত করতে পারে টালা ব্রিজ দিয়ে।
ছবি: পার্থ পাল
টালা সেতুতে ‘কেবল ব্রিজ’ তৈরির সিদ্ধান্তই নেওয়া হয়েছে। বৈঠকের শুরুতে ‘কেবল ব্রিজ’ তৈরির প্রস্তাব দিয়েছিল রেল। এই প্রস্তাবে মান্যতা দেয় রাজ্যও।
ব্রিজ হালকা করতে ইতিমধ্যে লোহার রেলিং খুলে ফেলা হয়েছে।
বেশ কয়েকদিন আগেই ফুটপাথ থেকে গ্যাস পাইপ তুলে দেওয়া হয়।
বর্তমানে ছোট গাড়ি যাতায়াত করতে পারে টালা ব্রিজ দিয়ে।
সম্পুর্ণ ভেঙে নতুন টালা ব্রিজ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টালা ব্রিজ বন্ধ হওয়ার কারণে, কলকাতা উত্তরের ওই অঞ্চলে তীব্র যানজটের আশঙ্কা কাটাতে বছরের শুরু থেকেই উত্তর কলকাতা ও উত্তর শহরতলির পরিবহণ ব্যবস্থা এবং ট্রাফিক রুটে আমূল পরিবর্তন হতে চলেছে।
দক্ষিনমুখী অর্থাৎ বারাকপুরের দিক থেকে কলকাতাগামী সমস্ত বাস ‘ওয়ান ওয়ে’ পথ দিয়ে যাতায়াত করবে। বি টি রোড থেকে চিড়িয়ামোড় থেকে দমদম সেভেন ট্যাঙ্ক- নর্দার্ন এভিনিউ হয়ে পাইকপাড়া মিল্ক কলোনি পর বেলগাছিয়া সেতু হয়ে শ্যামবাজারের রাস্তা ধরবে।
একই ভাবে উত্তরমুখী অর্থাৎ বারাকপুরমুখী বাস ‘ওয়ান ওয়ে’ রাস্তা ব্যবহার করবে। শ্যামবাজার থেকে ভূপেন বোস এভিনিউ ধরে রাজবল্লভ পাড়ার পর লক গেট ব্রিজ ধরে চুনিবাবু বাজার চিড়িয়া মোড় বি টি রোডে এসে উঠবে বাস।
পি কে মুখার্জি রোড ধরে লরি যাতায়াত করবে
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন