New Update
কোনও আতসবাজি নয়, কালীপুজোয় তাক লাগে ভোলানাথ ধামের ঐতিহ্যবাহী ফানুসে
পুরনো কলকাতার ইতিহাস ঘাঁটলেই পাওয়া যায়, একসময় কলকাতার সুতানুটি অঞ্চলে কালীপুজোর দিন বিকেলে প্রায় সব বাড়িতেই ফানুস ওড়ানোর রীতি ছিল। পরবর্তীকালে সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছে। কলকাতায় ফানুস আসে ইংরেজদের হাত ধরে।
Advertisment