New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Violin-Cover.jpg)
পরনে সাদা ধুতি-পাঞ্জাবি। গায়ের রঙ যে এককালে ভালই ফরসা ছিল তা এখনো দেখলে বোঝা যায়। বয়সের সঙ্গে গালের দু'দিকের চামড়া ঝুলে পড়েছে। তবে এখনো শক্ত হাতে ধরা কাঁধের বেহালা। ২০০২ সালে স্বপন বাবুর স্ত্রীর ইউটেরাসে ক্যানসার ধরা পরে। স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে না পেরে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি বেহালা বাজিয়েই স্ত্রীর চিকিৎসার খরচ তুলবেন। ব্যস সেই থেকে বেহালা কাঁধে লড়াই শুরু। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ