কলকাতা Photos করোনা কাঁটায় বদলে গিয়েছে কলকাতার প্রাচীন পুজোর হালচিত্র এই বছরের পুজো অন্যান্য বছরের মতো নয়। মহামারীর আবহেই চলছে মাতৃ বন্দনা। IE Bangla Web Desk 22 Oct 2020 14:04 IST Follow Us New Update করোনা আতঙ্কের গ্রাসে স্তব্ধ হয়ে গিয়েছে জন-জীবন। সব কিছুই যেন ওলট পালট এই বছর। এমন পরিস্থিতিতেই হচ্ছে এ বছরের দেবী দুর্গার আরধনা। সকলের একটাই ইচ্ছে মা এবার এই পৃথিবীকে করোনামুক্ত করুক। পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছ চারিদেক। অন্যান্য বার শপিং থেকে প্যান্ডেল হপিং-এর প্ল্যান করা হয়ে যায় সকলেরই। তবে এই বছরের পুজো অন্যান্য বছরের মত নয়। মহামারীর দুর্যোগ মাথায় নিয়েই চলছে মাতৃ বন্দনা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ করোনার গ্রাসে স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। সব কিছুই যেন ওলট পালট এই বছর। এমন পরিস্থিতিতেই হচ্ছে এ বছরের দেবী দুর্গার আরাধনা। সকলের একটাই ইচ্ছে মা এবার এই পৃথিবীকে করোনামুক্ত করুক। পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। অন্যান্য বার শপিং থেকে প্যান্ডেল হপিং-এর প্ল্যান করা হয়ে যায় সকলেরই। তবে এই বছরের পুজো অন্যান্য বছরের মতো নয়। মহামারীর আবহেই চলছে মাতৃ বন্দনা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষসিমলা ব্যায়াম সমিতির দুর্গাপুজো, অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা। একেবারে জৌলুসহীন এ বছর। মন্ডপের গায়ে কাগজে লেখা সামাজিক দূরত্ব মেনে চলার কথা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষএক সময় পুজোয় সভাপতি থেকেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বলা হয় কলকাতার বারোয়ারি পুজোর সুত্রপাত হয় এই সিমলা ব্যায়াম সমিতির হাত ধরেই। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ এই বছর বনেদি বাড়ির পুজোগুলোতে বাইরের লোক প্রবেশে নিষেধাজ্ঞা আছে। এমন এক বনেদি বাড়ি কলকাতার প্রামাণিক বাড়ি। এই বাড়ির পুজোর বয়স ২৫০ বছরের উপরে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ এখন হাজার ঝাড়বাতিতে মোড়া বিরাট বাড়িটা সারা বছর বড় ম্লান হয়ে থাকে। আগে পুজোর সময় আত্মীয়স্বজন চলে আসতেন গাঁ-গঞ্জ থেকে। এখন সব কিছুই হারিয়ে গিয়েছে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ জোড়াসাঁকো দাঁ পরিবারের শিবকৃষ্ণ দাঁ'র পুজো সকলের কাছে খুব পরিচিত। প্রতি বছর এই বাড়ির পুজা দেখতে ভিড় করেন অনেক মানুষ যদিও এই বছর তার তেমন কিছুই দেখা যাবে না। বাইরের লোককে তারা কিছুতেই ভিতরে ঢোকার অনুমতি দেননি। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ এক সময়ে দুর্গাপুজোতে কী রকম জাঁকজমক আর তার কত খরচ হত,'হুতুম প্যাঁচার নকশা', 'কলকাতার বারোইয়ারী পূজা' সহ বেশ কিছু বইতে তার বর্ণনা দিয়েছেন কালীপ্রসন্ন সিংহ। এক্সপ্রেস ফটো- শশী ঘোষউত্তর কলকাতার বনেদি বাড়ির পুজো বলতেই প্রথম যে নামটা মনে আসে, সেটি শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। যদিও এই বছর এই বাড়ির পুজো দেখার অনুমতি মিললেও রয়েছে অনেক বিধি নিষেধ। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ১৭৫৭ সালে শোভাবাজার রাজবাড়ির বড় তরফের পুজোর সূচনা করেন রাজা নবকৃষ্ণ দেব। নিয়মানুযায়ী চলতে থাকে সেই পুজো। শোভাবাজার রাজবাড়ির পুজো হয় শাস্ত্র-নিয়ম মেনে। কোভিড পরিস্থিতিতে বাইরের নিয়মকানুন বদল হলেও, এই পুজোর নিয়মে কোনও ছেদ পড়েনি। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ এবার রাজবাড়ির অন্দরে অবশ্য প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। শোভাবাজার রাজবাড়ির প্রবেশ পথে বসানো হয়েছে স্যানিটাইজার টানেল। সেখান দিয়েই প্রবেশ করতে হবে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ kolkata Durga Puja 2020 Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন Advertisment পরবর্তী প্রবন্ধ পড়ুন