/indian-express-bangla/media/media_files/2025/08/25/joy-da-2025-08-25-14-43-13.jpg)
প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/joy-banerjee-actor-bengali-cinema-death-by-cardiac-arrest-2025-08-25-13-02-54.jpeg)
জয়ের উত্থান-পতন
প্রয়াত নয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সোমবার সকালে সাড়ে এগারোটায় প্রয়াত হন অভিনেতা। অভিনয় জগত থেকে রাজনীতির অঙ্গন, প্রেম-বিয়ে নিয়ে জয় বন্দ্যোপাধ্যায়ের জীবনে রয়েছে উত্থান-পতন। প্রয়াত অভিনেতার জীবন যেন ছিল আলো-ছায়ার প্রতিচ্ছবি।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/538967998_1319537952873769_140788513940509285_n-2025-08-25-17-19-05.jpg)
প্রেমে বিচ্ছেদ-দু'বার বিয়ে
চুমকী চৌধুরীর সঙ্গে সম্পর্কে ছিলেন জয়। যদিও সেই সম্পর্ক টেকেনি। দুই পরিবারের সম্মতি থাকা সত্ত্বেও মনোমালিন্যের জন্য সেই সম্পর্ক ভাঙে। বিচ্ছেদের পর আর কখনও পর্দায় জুটি বাঁধেননি জয়-চুমকি। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হনয যদিও সেই দাম্পত্যও সুখের হয়নি। দ্বিতীয়বার বিয়ে করেন জয়। স্ত্রী অঙ্কিতাকে একা রেখেই চলে গেলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/539041540_1365443584937167_4466021538796439863_n-2025-08-25-17-19-05.jpg)
জয় বাদলানির স্মৃতিচারণা
জয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন সহ অভিনেতারা। সেই তালিকায় রয়েছেন জয় বাদলানি। স্মৃতিচারণ করে লিখেছেন, 'যেখানে থাকিস ভালো থাকিস ভাই। আজ মনে পরে যাচ্ছে সেই দিনগুলির কথা। তুই যখন সরসুনায় থাকতিস আর আমি ওখানে আড্ডা মারতে যেতাম। ওই আড্ডাতেই তোর সঙ্গে আলাপ অনেক দিন আমার বাইক চেপে হাজরা আসতিস তার পর হঠাৎ দেখি বিজলি সিনেমা হলে 'অপরূপা'-র পোস্টারে এ তোর ছবি মহুয়া রায়চৌধুরীর সঙ্গে। চমকে গিয়েছিলাম, তারপর তোর সঙ্গে অনেক বার দেখা হত, কথা হত। কিন্তু একটাই আফসোস একসঙ্গে কাজ করা হল না। আজ জানলাম তোর চলে যাবার খবর। খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই। এটাই তো আমাদের সবার নিয়তি। কেউ আজ যাবে কেউ কাল। ওঁম শান্তি।'
/indian-express-bangla/media/media_files/2025/08/25/538213323_1155720236369251_1921231664069127547_n-2025-08-25-17-19-05.jpg)
দেবশ্রী রায়
দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয়ে অভিষেক জয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতার প্রয়াণে দেবশ্রী শোকবর্তায় লিখলেন, 'ওপারে ভাল থেকো জয়।'
/indian-express-bangla/media/media_files/2025/08/25/asds-2025-08-25-17-22-39.jpg)
রুদ্রনীল ঘোষের শোকজ্ঞাপন
অভিনেতা রুদ্রনীল লিখেছেন, 'প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জি। ঈশ্বরের কাছে ওঁনার আত্মার শান্তি কামনা করি।'
/indian-express-bangla/media/media_files/2025/08/25/cats-2025-08-25-17-22-39.jpg)
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শোকবার্তা
শোকজ্ঞাপন করে প্রসেনজিৎ লিখেছেন, 'বন্ধু, সহকর্মী, প্রিয় মানুষ জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত। জয়ের পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।'
/indian-express-bangla/media/media_files/2025/08/25/cats-2025-08-25-17-24-54.jpg)
চিরঞ্জিতের আপশোষ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বলেন, 'ও আমার ছোট ভাইয়ের মতো। বড্ড তাড়াতাড়ি চলে গেল।'