/indian-express-bangla/media/media_files/2025/09/19/cats-2025-09-19-17-31-37.jpg)
সেরা পাঁচ বিতর্ক
/indian-express-bangla/media/media_files/2025/09/19/cats-2025-09-19-15-40-55.jpg)
জুবিনের অকাল প্রয়াণ
১৯ সেপ্টেম্বর দুপুর গড়াতেই চরম দুঃসংবাদ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মর্মান্তিক মৃত্যু হয় লেজেন্ডারি সংগীতশিল্পী জুবিনের। তাঁর মৃত্যু অসমের সংস্কৃতি ও সংগীত জগতে এক গভীর শূন্যতা তৈরি করল। নানা বিতর্ক সত্ত্বেও, ভক্তদের কাছে জুবিন গর্গ একজন আইকন। এক নজরে দেখে নিন জুবিনের জীবনের সেরা পাঁচটি বিতর্ক।
/indian-express-bangla/media/media_files/2025/09/19/zubin-2025-09-19-15-43-31.jpg)
ব্রাহ্মণ ধর্ম নিয়ে মন্তব্য
২০১৯ সালে ব্রাহ্মণ ধর্ম আপত্তিকর মন্তব্য করেন প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গ। তিনি বলেছিলেন, 'আমি ব্রাহ্মণ, কিন্তু আমি আমার 'লাগুন' (পবিত্র সূতো) ছিঁড়ে ফেলেছি। এই ব্রাহ্মণদের মেরে ফেলা উচিত।' জুবিনের এই মন্তব্যে একেবারে সমালোচনার ঝড়। প্রকাশ্যে ক্ষমাও চাইতে হয়েছিল 'ইয়া আলি' খ্যাত জুবিনকে।
/indian-express-bangla/media/media_files/2025/09/19/adqw-2025-09-19-17-17-52.jpg)
কৃষ্ণকে ভগবান হিসেবে অবজ্ঞা
২০২৪ সালের এপ্রিল মাসে একটি বিহু কনসার্টে জুবিন বলেছিলেন, লর্ড কৃষ্ণ কখনই ভগবান ছিলেন না, কেবল একজন মানুষ ছিলেন। এই বক্তব্যের জেরে মজুলী জেলা শত্ৰ মহাসভা জুবিনকে তাঁদের এলাকায় অনুষ্ঠান করার উপর নিষেধাজ্ঞা জারি করে। গোটা অসম এই ঘটনার তীব্র নিন্দা করেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/19/adqwedeqw-2025-09-19-17-17-53.jpg)
ভারতরত্নকে অপমান
একটি অডিও ক্লিপে শোনা গিয়েছিল জুবিন নাকি ভারতরত্ন যা দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানের কথা বলতে গিয়ে অশ্রাব্য ভাষা ব্যবহার করেছিলেন। কিংবদন্তি অহমিয়া শিল্পী ভূপেন হাজারিকাকে এই মরণোত্তর সম্মান প্রদানের পরই ক্লিপটি ভাইরাল হয়। অথচ ভূপেন হাজারিকাই ছিলেন জুবিনের অন্যতম প্রিয় আইকন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি পুলিশ অভিযোগও দায়ের করা হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/19/qwqweqwe-2025-09-19-17-17-53.jpg)
জাতীয় পতাকাকে অসম্মান
২০১৫ সালের স্বাধীনতা দিবসে জুবিন তাঁর বাড়িতে হাফপ্যান্ট পরেই জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সংগীত গাওয়ার পরিবর্তে তিনি অন্য গান গেয়েছিলেন যা অনেকের কাছেই অনুষ্ঠানের জন্য অনুপযুক্ত বলে মনে হয়েছিল। পতাকা অবমাননার অভিযোগে ৫০২/১৫ নম্বর মামলাও দায়ের হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/19/wqdqweqw-2025-09-19-17-17-53.jpg)
নাবালককে চড়
২০১৩ সালে জুবিন নাকি এক নাবালককে কষিয়ে চড় মেরেছিলেন। যাকে মেরেছিলেন সে ছিল আইনজীবী অরূপ বরবরার ছেলে। পাবলিক প্লেসে ধূমপানের জন্য চড় মারেন বলে দাবি করেছিলেন। সেই ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। ২০১৭ সালে তিন মাসের কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযোগ, প্রয়াত সংগীতশিল্পী জুবিন ওই নাবালকের পরিচয় টেলিভিশনে প্রকাশ করে শিশু অধিকার আইনও ভঙ্গ করেছিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us