New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Park-street-cover.jpg)
বড়দিনের আনন্দে গা ভাসাতে আলোর রোশনাই সেজেছে পার্কস্ট্রিট। ছবি-শশী ঘোষ
বড়দিন উপলক্ষে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। শহর কলকাতার এখন ফেস্টিভ মুড। ছবি-শশী ঘোষ প্রতি বছরই এইসময়ে গোটা পার্ক স্ট্রিট মেতে ওঠে। রাতগুলি হয়ে ওঠে দিনের মত। ছবি-শশী ঘোষ উৎসবের মরশুমে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন। নেওয়া হয়েছে একগুচ্ছ ব্যবস্থা। ছবি-শশী ঘোষ শহরের নিরাপত্তা জোরদার করতে নামানো হচ্ছে এক হাজার অতিরিক্ত পুলিশ।শুরু হয়েছে বিশেষ নজরদারি। ছবি-শশী ঘোষ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ যেমন এখানে আসেন, তেমনই এ সময়ের জমকালো পার্ক স্ট্রিটে অন্য সময়ের তুলনায় বেশি চোখে পড়ে বিদেশি পর্যটকদের। ছবি-শশী ঘোষ রাস্তার দুপাশে বসেছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। দেখা মিলবে স্ট্রিট সিঙ্গারদেরও। ছবি-শশী ঘোষ সব থেকে বেশী চোখে পড়ছে তা হল রকমারি কেক। ছবি-শশী ঘোষ এর মধ্যে ১৫ টাকা দামের পকেটসই কেক যেমন রয়েছে, তেমন রয়েছে ৫০০ টাকা দামের মহার্ঘ কেকও। ছবি-শশী ঘোষ কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পার্কস্ট্রিটের ৩০টি বারে পুলিশি নজরদারি চলবে। ছবি-শশী ঘোষ এলাকায় বসানো হয়েছে ১১টি ওয়াচটাওয়ার। ২১টি ডিভিশনাল মোবাইল ভ্যান থাকবে ওই চত্বরে। ছবি-শশী ঘোষ সব সময়ের জন্যে তৈরি থাকবে ১৬ টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ এবং ছ'টি ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপও। ছবি-শশী ঘোষ