New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Bacchan-Driver-Cover.jpg)
বিজয় পাল তাঁর বাড়ির সামনে। ছবি- শশী ঘোষ
গাড়ির পাশাপাশি বিজয়ের আরেক মূল আকর্ষণ তাঁর টুনি লাইট লাগানো জামা। 'ইয়ারানা' ছবিতে যেমন অমিতাভ টুনি লাগানো জামা পড়েছিলেন। সেরকম একটি জামা বানানোর সখ হয়েছিল ছোটবেলায়। তখন অর্থের অভাবে তা সম্ভব হয়নি। ২০১৬ সালে আট হাজার টাকা খরচ সে জামা তিনি বানিয়ে ফেলেন। সে বছর পুজোয় তিনি টুনি লাইট পরা জামা পড়ে সবাইকে তাক লাগিয় দিয়েছিলেন।
বিজয় পাল তাঁর বাড়ির সামনে। ছবি- শশী ঘোষ