
১৪ নভেম্বর থেকে নয়া দিল্লির সফদরজং স্টেশন থেকে যাত্রা শুরু করেছে ‘শ্রী রামায়ণ এক্সপ্রেস’। ৮০০ জন যাত্রীকে নিয়ে দৌড়তে পারবে এই এক্সপ্রেস। ছবি: তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভগবান শ্রীকৃষ্ণের নামে নামকরণ করা হয়েছে এই এক্সপ্রেসের। ভারত ও শ্রীলঙ্কার যেসব জায়গায় পৌরাণিক চরিত্রের যোগ রয়েছে, সেখান দিয়ে যাবে এই ট্রেন। ছবি: তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ট্রেনের প্রথম সফরের সঙ্গী হিসেবে ছিলেন রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশের বাসিন্দারা। যাঁদের মধ্যে অনেকে আবার দাবি করেছেন যে তাঁরা বিজেপি কর্মী-সমর্থক। ছবি: তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।


পর্যটকদের জন্য এই বিশেষ ট্রেনে মিলবে ১৬ দিনের ট্যুর প্যাকেজ। গোটা ট্যুর পরিচালনার ভার নিয়েছে আইআরসিটিসি। ছবি: তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

এই ট্রেনে উঠে পর্যটকরা পেয়েছেন সবুজ ও গেরুয়া রঙের সিল্কের স্কার্ফ ও পতাকা, যাতে লেখা রয়েছে রামের নাম। আর এসব দিয়েছে আইআরসিটিসি। ছবি: তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

দিল্লির পর রেললাইনে দৌড়ে এই ট্রেন থামবে অযোধ্যায়। ছবি: তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

নন্দীগ্রাম, সীতামারহি, জনকপুর, বারাণসী, প্রয়াগ, চিত্রকূট, নাসিক, হাম্পি, রামেশ্বরমের মতো জায়গায় ঘুরবে এই ট্রেন। ছবি: তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

মাথাপিছু গোটা প্যাকেজে গুণতে হবে ১৫ হাজার ১২০ টাকা, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর। ছবি: তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

আইআরসিটিসি-র ওয়েবসাইটে করা যাবে অনলাইন বুকিং। ছবি: তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।
