-
দুর্গাপুজো শেষ, তারপর লক্ষ্মীপুজোও। আপামর বাঙালির মন খারাপ। আবার অপেক্ষা এক বছরের। অবশ্য কয়েকদিন বাদে কালীপুজো, তাই নিয়ে আনন্দে রয়েছেন অনেকে। তবুও দুর্গাপুজোর সাথে কিছুরই তুলনা চলে না। এতদিন কুমোরটুলিতে মানুষের ভিড় লেগে থাকত, এখন ফাঁকা। অনেক শিল্পীরও মন খারাপ। কালী প্রতিমা বানানোর কাজ চললেও তা যেন চলছে অলসভাবে। ছবি: শশী ঘোষ
-
এবছরের মত পুজো শেষ কুমোরটুলিতে। দুর্গাপূজার মতন আড়ম্বর কোনও পুজোতেই সেভাবে হয় না। ছবি: শশী ঘোষ
-
পঞ্চমীর রাত পোহালেই এই পাল পাড়ায় নামে বিসর্জনের সুর। ছবি: শশী ঘোষ
-
এই মুহূর্তে নেই কোনও ব্যস্ততা। যদিও কালীপুজোর প্রতিমার বায়না করতে আসছেন কিছু মানুষ। ছবি: শশী ঘোষ
-
পুজোর একমাস আগে থেকে পঞ্চমী পর্যন্ত এই পাড়ায় লেগে থাকত ফটোগ্রাফারদের ভিড়। এখন তাঁদের কাউকে তেমন দেখা যায় না। ছবি: শশী ঘোষ
-
দুর্গাপুজোর শেষে কয়েকদিন বিশ্রাম, তারপর শুরু হয়েছে কালীপুজোর কাজ। ছবি: শশী ঘোষ
-
অনেকে আবার ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন পরের পুজোর জন্যেও। ছবি: শশী ঘোষ
-
এখন কর্মব্যস্ত রয়েছেন হাতে গোনা কয়েকজন কুমোরটুলির প্রতিমা শিল্পী। দেবীর বোধন হওয়ার আগেই শেষ সেই নাভিশ্বাস ওঠা ব্যস্ততা। ছবি: শশী ঘোষ
-
ছুটি নিয়ে কিছুদিনের জন্যে বাড়িতে যান কিছু শিল্পী। ছবি: শশী ঘোষ
-
কালীপুজো সহ বাঙালির বারো মাসে তেরো পার্বণ আছে বটে, কিন্তু আসল রোজগার এই দুর্গাপুজো ঘিরেই। ছবি: শশী ঘোষ
-
মহাষষ্ঠীর দিন রাস্তায় জনজোয়ার হলেও, পরের বছরের পুজোর আগে পর্যন্ত কুমোরপাড়া মুখো হবেন না কেউই। ছবি: শশী ঘোষ
এখন ঢিমে তালের জীবনযাপন, অপেক্ষা আরও একটা বছরের। ছবি- শশী ঘোষ
