বাইচুং ভুটিয়ার গ্যাংটক এর বাড়ি এখন হোম স্টে - নাম 'Eagle's nest'। অনেকেই জানেন, করোনা অতিমারির পরেই নিজের বাড়িতে এই বদল এনেছেন খেলোয়াড়। পাখিদের সমাবেশ, আর তার সঙ্গেই পাহাড়ি আমেজে এক অসাধারণ অনুভূতি। চারপাশে অর্কিড, জাপানিজ ফুলের গাছ, আর শীতকাল মানেই বরফের চাদর - দেখে নিন এক ঝলকে।
সাতটি বেডরুম, সবই মুগ্ধ করার মত। হিমালয়ের কোলে পাথরের এই বাড়ি যেন অ্যাডভেঞ্চারের কম নয়। পাখিদের কুহুতান আর সঙ্গে বাইচুং এর সান্নিধ্য এই সুযোগ হাতছাড়া করার নয়।
চারিপাশে সাকুরা গাছ। একেবারে জাপানিজ অনুভূতি। ব্রিটিশ লাইটস সঙ্গে ভিনটেজ ভাইব আপনকে মুগ্ধ করবেই।
বসন্তে ফুল ফোটে পাহাড়ের বুকে। অর্কিড থেকে চাইনিজ মেলোরা - চারপাশের পরিবেশ বেশ মনোরম।
পাহাড়ের বুকে এক চিলতে উষ্ণ অনুভূতি এখানে পাবেন। বন ফায়ার হোক অথবা, মন ভাল করা আড্ডা, এই পরিবেশ যেন পাগল করার মত।
প্রার্থনা থেকে আরাধনা সবকিছুই এখানে সম্ভব। রয়েছেন বুদ্ধ, খামতি হবে না ঈশ্বরের আরাধনায়।
বাড়ি এক্কেবারে পাহাড়ের মতই। কাঠ, পাথর এবং পাহাড়ি সংস্কৃতির এক অপরূপ সৌন্দর্য - তার সঙ্গে আরামও কিন্তু কম নয়। আসবাবপত্রও রয়েছে পাহাড়ি টাচ - বাঁশের অবয়ব, সুন্দর ব্যালকনি। তবে গরম ঠান্ডা অনুযায়ী তাপমাত্রা ভিন্ন হবেই।
চারপাশেই সুন্দর মনোরম পরিবেশ, সবুজ ঘেরা পাহাড় দেবদারু গাছের সমাবেশ
সন্ধ্যে নামলেই, আকাশে আবীর রং। তখন শুধুই রং পেন্সিলের ক্যানভাস - পাহাড়ের তখন অপরূপ সৌন্দর্য।