New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/beily-bridge-Cover-photo.jpg)
মাঝেরহাট বেলি ব্রিজ। ছবি-শশী ঘোষ
মাঝেরহাটে বেলি ব্রিজের সামনে নতুন লেভেল ক্রসিং এখনও চালু হয়নি, বিনা বাধায় পেরচ্ছে ট্রেন। জোর কদমে চলছে কাজ এই পথ দিয়েই যান চলাচল করবে। কাজে মগ্ন শ্রমিক। প্রায় প্রস্তুত ব্রিজ। চলছে শেষ মুহূর্তের কাজ। ক্রেনে করে নিয়ে আসা হচ্ছে বেলি ব্রিজের একটি অংশ। ভাঙা ব্রিজকে পাশ কাটিয়ে স্কুলের পথে পড়ুয়ারা। সাবধান! এখানেই হুডড়মুডড়িয়ে ভেঙে পডড়েছিল মাঝেরহাট ব্রিজ।