Advertisment

বাংলাদেশের নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ, দেখুন ছবিতে

ইলিশ নামটা শুনলেই বাঙ্গালির পেটের ভেতর আনচান করে ওঠে। ইলিশ বাঙ্গালির কাছে আলাদা এক সেন্টিমেন্ট! বাঙালির পাতে ইলিশ পড়া মানেই উল্লাস।

author-image
IE Bangla Web Desk
New Update
hilsa fish bangladesh

ইলিশ নামটা শুনলেই বাঙালির পেটের ভেতর আনচান করে ওঠে। ইলিশ বাঙালির কাছে আলাদা এক সেন্টিমেন্ট! বাঙালির পাতে ইলিশ পড়া মানেই উল্লাস। আর এই ইলিশ যদি হয় বাংলাদেশের, তবে তো কথাই নেই। জাতীয় মাছ ইলিশ নিয়ে এমনিতেই বাংলাদেশের প্রভূত গর্ব। পদ্মার ইলিশ তো মেলে শুধু এদেশেই। সার বছরই এখানে মাছ ধরা চলে। তবে বর্ষাকালে মাছ ধরা পড়ে বেশী। তখনই এপার-ওপার দু বাংলাই থাকে ইলিশ পানে চেয়ে। বাংলাদেশের ইলিশ মাছেরই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ছবি- শশী ঘোষ

Bangladesh kolkata
Advertisment