-
যেকোনও বই অনুরাগীকে যদি প্রশ্ন করেন তাঁদের সবচেয়ে পছন্দের জায়গা কোনটি? তবে বেশীরভাগই উত্তর দেবেন, লাইব্রেরি। নানা ধরনের অজস্র বই নিয়ে সাজানো লাইব্রেরী, যেকোন বইপ্রেমীর কাছে নিঃসন্দেহে এক স্বর্গ। পছন্দের বই খুঁজে নিয়ে যে কোনও এক কোনায় বসে পড়লেই বদলে যায় পৃথিবী। পুরোটা না হলেও খানিকটা তো বটেই। এই পৃথিবীতেই এমন কিছু লাইব্রেরি আছে যা পড়ার পাশাপাশি হয়ে উঠেছে এক দর্শনীয় স্থানও। যেমন ধরা যাক ট্রিনিটি কলেজের এই লাইব্রেরির কথাই। দেখে নিন এরকমই কিছু পৃথিবী বিখ্যাত লাইব্রেরির ছবি। (Source: Wikimedia Commons)
-
বিবলিওথেক ন্যাশনাল ডি ফ্রান্স: বিশ্বের বিখ্যাত লাইব্রেরিগুলোর মধ্যে এটি অন্যতম। পুরনো ও নতুন বইয়ের সংমিশ্রণ ফ্রান্সের এই ন্যাশনাল লাইব্রেরিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই লাইব্রেরি ভবনটিও দেখতেও বেশ চমকপ্রদ। ১৮৯৬ সাল থেকে এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় সংগ্রহস্থল হিসেবে রেকর্ড করেছে। (Source: Wikimedia Commons)
-
রিডিং রুম অফ দ্যা ব্রিটিশ মিউজিয়াম: ব্রিটিশ মিউজিয়ামের গ্রেট কোর্টে এই লাইব্রেরিটি আছে। ব্রিটিশ মিউজিয়াম নিয়ে জানতে হলে এই লাইব্রেরিকে বাদ দিলে চলবে না। ব্রিটিশদের যাবতীয় তথ্য এই মিউজিয়াম থেকে সহজে জানা যাবে। এছাড়াও এখানে বইয়ের পরিমাণ দেখলে আপনি বিস্মিত হতে পারেন। এছাড়াও এই লাইব্রেরির স্থাপত্য তাক লাগিয়ে দেবার মত। (Source: Wikimedia Commons)
ড্যানিশ ন্যাশনাল লাইব্রেরি: ডেনমার্কের অফিসিয়াল ন্যাশনাল লাইব্রেরী, ড্যানিশ রয়্যাল লাইব্রেরী। এটি তৈরি করা হয়েছিল ১৬৪৮ সালে। সতের শতকের পর থেকে মুদ্রিত সমস্ত ডেনমার্কে ছাপা বই এই লাইব্রেরিতে পাবেন। (Source: Wikimedia Commons) বিবলিওথেকা আলেকজান্দ্রিয়ার, ইজিপ্ট: ভূমধ্যসাগরে তীরে মিশর শহর আলেকজান্দ্রিয়ার প্রাণকেন্দ্রে ২০০২ সালে এই লাইব্রেরিটি খোলা হয়। আলেকজান্দ্রিয়ার অনুকরণে এই লাইব্রেরিটি তৈরি। এটিকে শুধু গ্রন্থাগার ভাবলে ভুল করবেন। এই লাইব্রেরীটিতে আছে একটি মিউজিয়াম এবং উচ্চশিক্ষা গবেষণা কেন্দ্রও। (Source: Wikimedia Commons) নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি: বইপ্রেমীদের খুব পছন্দের একটি জায়গা এই লাইব্রেরি। এই লাইব্রেরির বড় জানলা এবং তার ডিজাইন মনে থাকার মত। এই লাইব্রেরীর শান্ত পরিবেশে বই নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন আপনি। (Source: Wikimedia Commons) কডরিন্টোন লাইব্রেরি, ইংল্যান্ড: ১৭৫১ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরি তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের কাছে এই লাইব্রেরি একটি অন্যতম পছন্দের জায়গা। (Source: Wikimedia Commons) ট্রিনিটি কলেজ লাইব্রেরী: বিশ্বের বিখ্যাত লাইব্রেরিগুলির মধ্যে এটি অন্যতম। ট্রিনিটি কলেজের লাইব্রেরির ডাবলিনে বেশ গুরুত্ব রয়েছে। এই জায়গা বিখ্যাত হয়েছে 'দ্য লং রুম' এর জন্যে। আইরিশ রিপাবলিকের ১৯১৬ সালের চুক্তিপত্র এখানে রাখা হয়েছে। (Source: Wikimedia Commons) লাইব্রেরি অফ কংগ্রেস: বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম লাইব্রেরির মধ্যে এটি একটি। কংগ্রেসের লাইব্রেরিটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন ফেডারেল সাংস্কৃতিক সংস্থা। (Source: Wikimedia Commons) -
ভ্যাটিকান লাইব্রেরী: ১৪৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই লাইব্রেরিটি বিশ্বের সবচেয়ে পুরনো গ্রন্থাগারগুলির মধ্যে একটি। এখানে পুরনো বাইবেলের সাথে এতে আরও এক বিলিয়ন বই রয়েছে। (Source: Wikimedia Commons)
-
বডলিয়ান লাইব্রেরী: ইউরোপের মধ্যে প্রাচীনতম একটি লাইব্রেরি এটি। ১৬০২ খ্রিষ্টাব্দে তৈরি হওয়া এই লাইব্রেরিতে ১১মিলিয়ানেরও বেশী বই এখানে রাখা আছে। (Source: Wikimedia Commons)
