Advertisment

শুভ জন্মদিন তিলোত্তমা, ভালো থেকো

১৬৯০ সালের ২৩ এপ্রিল এক আদেশনামায় মুঘল সম্রাট আওরঙ্গজেব বার্ষিক তিন হাজার টাকা শুল্কের বিনিময়ে ইংরেজদের বাংলায় বাণিজ্যের অনুমতি দেন। ইব্রাহিম খাঁর আমন্ত্রণে জোব চার্নক ফিরে আসেন তাঁর পুরনো জায়গায়।

author-image
IE Bangla Web Desk
New Update
কলকাতা, kolkata, সিটি অফ জয়, city of joy, শহর, city, আমার শহর, My city, বাংলার নবাব, British Merchant, মুর্শিদাবাদ, Nabab, ব্রিটিশ, British, ওয়ারেন হেস্টিংস, kolkata, sutanuti, gobindapur, কলকাতার জন্মদিন, kolkata birthday, পলাশির যুদ্ধ, Nawab of Bengal, মুঘল সম্রাট, Battle of Plassey, জব চার্নক, job charnock,

শুভ জন্মদিন, কল্লোলিনী তিলোত্তমা। আজ ২৪ অগাস্ট। ১৬৯০ সালে এই দিনেই কলকাতার মাটিতে পা রেখেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলা জোব চার্নক। ছবি: শশী ঘোষ

kolkata heritage
Advertisment