Advertisment

তিনশ বছরের হালদার বাড়ির কালীপুজো, বিলিতি খড়্গ দিয়ে বলি, দেখুন ফটোগ্যালারি

ব্রিটিশ আমলে ইংল্যান্ডের প্রখ্যাত ইস্পাত উৎপাদনকারী সংস্থা শেফিল্ডের মালিক জন ইয়েটস হালদার বাড়ির কালীপুজো দেখে খুবি মুগ্ধ হয়েছিলেন। তিনি খুশি হয়ে তার কম্পানির ইস্পাত দিয়ে তৈরি দুটি খাঁড়া জাহাজে করে পাঠিয়ে ছিলেন। একটি ছিল বেশী ওজনের রুপোর মত অপরটি তুলনামূলক অনেক হাল্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
Diwali, kali puja, diwali 2018, Kolkata, England, British, দীপাবলি, কালীপূজো, কলকাতা, ব্রিটিশ, প্রতিমা

তিনশ বছরের পুরনো কালী পুজো। ছবি-শশী ঘোষ

Diwali kolkata
Advertisment