উচ্চশিক্ষা শেষে চাকরি
Career & Job: বিদেশে উচ্চশিক্ষার জন্য কানাডা আজ বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য। এখানকার শিক্ষা মান, গবেষণা সুযোগ এবং পড়াশোনার পাশাপাশি কেরিয়ার গড়ার সম্ভাবনা সবকিছু মিলিয়ে কানাডা শিক্ষার্থীদের জন্য এক স্বপ্নের দেশ। তবে শুধু কানাডায় পড়াশোনা করলেই হবে না — সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন করাও সমান গুরুত্বপূর্ণ। কারণ, স্নাতক শেষে আপনি কত দ্রুত চাকরি পাবেন, তা অনেকটাই নির্ভর করে আপনার নির্বাচিত প্রতিষ্ঠানের ওপর। টাইমস হায়ার এডুকেশনের 'গ্লোবাল এমপ্লয়েবিলিটি' র্যাঙ্কিং অনুযায়ী কানাডার কিছু বিশ্ববিদ্যালয় এমন রয়েছে, যেখান থেকে পড়াশোনা শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আসুন দেখে নেওয়া যাক সেই ৫টি সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো।