New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Kolkata-cover-1.jpg)
বড়দিনে ময়দান। ছবি: শশী ঘোষ
আজ বড়দিন। শীতের পারদ ১২.৯ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম বলে জানাল হাওয়া অফিস। ছবি: শশী ঘোষ এ যেন স্যান্টা ক্লজের ঝোলা থেকে বের হওয়া উপহারের মত। শহরবাসী সকাল থেকেই বড়দিন উদযাপনে। ছবি: শশী ঘোষ ২৫শে ডিসেম্বরের ছুটি চেটেপুটে উপভোগ করছেন সকলে। তার ওপরে শাপে বর হয়েছে আবহাওয়া। ছবি: শশী ঘোষ ময়দানে সকাল থেকেই ভিড়। দু-পয়সা রোজগারের আশায় দেখা গেল বহুরূপী। ছবি: শশী ঘোষ বছরের অনান্য দিন ঘোড়ার গাড়ি তেমন চোখে পড়ে না। আজ মুখে হাসি ফুটেছে ঘোড়ার গাড়ির মালিকদেরও। সকাল থেকেই ভিড় গ্রাহকের। ছবি: শশী ঘোষ স্যান্টা আর তার সঙ্গী জোকার। অবাক হয়ে দেখছেন সকলে। ছবি: শশী ঘোষ ২৫ ডিসেম্বরে চার্লি চ্যাপলিনও এলেন ভিক্টোরিয়ায়। ছবি: শশী ঘোষ সেন্ট পলস গির্জায় প্রার্থনায় মগ্ন যুবতী। ছবি: শশী ঘোষ ময়দানে জমে উঠেছে মাদারির খেলা। ছবি: শশী ঘোষ ভ্যালেন্টাইনস ডে ছাড়া, বড়দিনে মহানগরের রাস্তায় দেখা যায় গোলাপ বিক্রেতাদের। ছবি: শশী ঘোষ