মূত্রনালীতে সংক্রমণ
বর্তমান সময়ে যে কোনও বয়সের মানুষ মুত্রনালীর সংক্রমণে আক্রান্ত হতে পারেন। ডাক্তারি ভাষায় একে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে। এই রোগের ক্ষেত্রে অনেক কারণ থাকতে পারে। অন্যতম একটি কারণ শৌচাগার। আবার আপনার ঘরেই একটি জিনিস রয়েছে যার থেকে এই সংক্রমণ হতে পারে। সেটি হল আপনার ফ্রিজ।
ই-কোলাই (Escherichia coli) ব্যাকটেরিয়া
বহু মানুষই বাড়ির ফ্রিজে মাংস মজুত করে রাখেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা অনুসারে, অনেকদিন ধরে কাঁচা মাংস মজুত করে রাখার ফলে ই-কোলাই (Escherichia coli) ব্যাকটেরিয়া জন্মায়। যার প্রভাবে মাংসে দূষণ হয়। পরে সেই মাংস খেলে ব্যাকটেরিয়া শরীরে ঢোকে। এই ব্যাকটেরিয়াই সংক্রমণের অন্যতম কারণ।
ভিলেন দূষিত মাংস
গবেষণা অনুযায়ী, ১৯৯০ থেকে ২০১৯ সালের মধ্যে মূত্রনালীর সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে। গত বছরের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৫০ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হন। যার অন্যতম ভিলেন হল দূষিত মাংস।
মাংসে থাকা ব্যাকটেরিয়া বার বার সংক্রমণের কারণ
বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন, মাংসে থাকা ব্যাকটেরিয়া বার বার সংক্রমণের কারণ হতে পারে। ই-কোলাই সংক্রমিত মাংস খেলে ব্যাকটেরিয়াগুলি অন্ত্রে প্রবেশ করতে পারে। তার পর সেখান থেকে মূত্রনালীতে সংক্রমণ ছড়ায়। কাঁচা মাংস, কম আঁচে রান্না করা মাংস এই ঝুঁকি বাড়িয়ে দেয়।
চিকিৎসকের পরামর্শ নিন
মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। এই সমস্যার ক্ষেত্রে লক্ষণ হল, ঘন ঘন প্রস্রাব পাওয়া এবং সেই সময় প্রচণ্ড ব্যথা অনুভব হওয়া। চিকিৎসা না করালে কিডনিতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এর জেরে পাইলোনেফ্রাইটিস নামে সমস্যা হতে পারে।