কলকাতাসহ গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনা-আতঙ্ক। এই মুহূর্তে ভারতে এই মারণ রোগে প্রাণ হারিয়েছেন দু'জন। বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার।
পশ্চিমবঙ্গে এখনও এই ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৮২। সংখ্যাটা রাতারাতি বেড়েও চলেছে। এই অবস্থায় কী উপসর্গ দেখা গেলে, কখন কোন হাসপাতালে যাওয়া দরকার, সে সম্পর্কে সম্যক ধারণা থাকা ভীষণ জরুরি।
পালমোনোলজিস্ট ডাঃ অশোক সেনগুপ্ত বলছেন, "করোনা ভাইরাসের সঙ্গে আর পাঁচটা সর্দি কাশির প্রাথমিক উপসর্গ খুব কিছু আলাদা না। গলা ব্যথা, মাথা ব্যথা, হাঁচি-কাশি গা ম্যাজম্যাজ সাধারণ জ্বরেও হয়। তবে করোনার ক্ষেত্রে জ্বর খুব বাড়বে, দেহের তাপমাত্রা ১০৩-১০৪-এ উঠে যেতে পারে। গলা ব্যথা বাড়বে। শুকনো কাশি এবং শ্বাসকষ্ট হলে তবে তা চিন্তার বিষয়"
হাত ধোয়ার ব্যাপারে জোর দিতে হবে। রাস্তাঘাটে বেরোলেই ঘরে বা কাজের জায়গায় ঢুকে হাত ধুয়ে নিতে হবে। সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার না থাকলে সাবান দিয়েই ভালো করে হাত পরিষ্কার করতে হবে।
ইওরোপিয় দেশ, চিন, ইতালি, ইরান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান- এই দেশগুলো থেকে সদ্য ঘুরে এসেছেন, এমন ইতিহাস থাকলে এবং এর সঙ্গে বাকি উপসর্গগুলি মিলে গেলে তবেই সেই রোগীকে আইসোলেশনে রেখে পরীক্ষা করা হচ্ছে। যদি পজিটিভ রিপোর্ট পাওয়া যায়, তখনই করোনা আক্রান্ত বলা হবে
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
আশেপাশের কারোর হাঁচি-কাশি-জ্বর হলে তাঁকে ঘরে থাকার এবং বাড়াবাড়ি হলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিতে হবে।